সৌদীপ ভট্টাচার্য : কোভিড বিধি মেনেই বারাসতের কালীপুজোর উদ্বোধন শুরু হল বুধবার থেকে। বারাসতের বড় কালীপুজো কমিটিগুলির মধ্যে অন্যতম কেএনসি রেজিমেন্টের পুজো। এই মণ্ডপ দেখতে এদিন সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
বুধবার বারাসত কেএনসি রেজিমেন্ট থেকেই 'প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স' নামে চিকিৎসকদের একটি সংগঠন বারাসত এবং মধ্যমগ্রাম এলাকার কালীপুজো কমিটিগুলিকে দীপ সম্মান দেওয়ার উদ্যোগ নেয়। এই কর্মসূচিতে সহযোগিতা করে বারাসত স্টার রয়্যাল অ্যাসোসিয়েশন।
ওই দীপ সম্মানের আহ্বায়ক ডাঃ বিবর্তন সাহা জানান, কোভিড বিধি মেনে কারা বারাসত এবং মধ্যমগ্রামের বড় কালীপুজো করছে, তা এদিন খতিয়ে দেখবেন তাঁরা। সংগঠনের সম্পাদক ডাঃ অভীক ঘোষের পরিচালনায় ১৩ নভেম্বর এই দীপ সম্মান দেওয়া হবে সল্টলেকের মনোটেলে। থাকবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, সমাজসেবী অশনি মুখার্জী সহ বিশিষ্টজনেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন