Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

CLEANEST CITY : ‌দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা

 

The-cleanest-city-in-the-country

দেবাশীষ গোস্বামী : ফের ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর। এই নিয়ে পরপর ৫ বার তারা এই স্বীকৃতি আদায় করে নিতে সক্ষম হল। ‌কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ হাউসিং আরবান অ্যাফেয়ার্স (MOHUA)‌ এর করা সমীক্ষায় তারা ৬০০০ মধ্যে ৫৬১৪.৬২ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে আছে গুজরাটের শহর সুরাট। তারা ৬০০০ মধ্যে ৫৫৫৯.২১ পয়েন্ট পেয়েছে।  


ক্রমানুসারে ১০ এর মধ্যে থাকা বাকি শহরগুলি হল– বিজয়ওয়াড়া, নভি মুম্বাই, পুনে, রায়পুর, ভূপাল, ভদোদরা, বিশাখাপত্তনম এবং আমেদাবাদ। গঙ্গার পার্শ্ববর্তী শহরগুলির মধ্যে পরিষ্কার–পরিচ্ছন্ন শহর হিসাবে প্রথম হয়েছে উত্তরপ্রদেশের বেনারস। দ্বিতীয় বিহারের মুঙ্গের এবং তৃতীয় বিহারের পাটনা। পরিষ্কার–পরিচ্ছন্নে সেরা রাজ্যের তকমা পেয়েছে ছত্রিশগড়। সারা ভারতে ‌ছোট–বড় মিলিয়ে মোট ৪৩২০ টি শহরের উপর ২৮ দিন ধরে  লাগাতার এই সমীক্ষাটি চালানো হয়। আজ দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপক শহরের প্রশাসকদের হাতে পুরষ্কার তুলে দেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন