দেবাশীষ গোস্বামী : ১৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর। নিউজিল্যান্ড ক্রিকেট দল ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবে। এই সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দল ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ ও ২ টি টেস্ট ম্যাচ খেলবে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, জয়পুরে। দ্বিতীয়টি হবে রাঁচিতে, ১৯ নভেম্বর এবং তৃতীয় বা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে কলকাতায়। দুটি টেস্ট ম্যাচের প্রথমটি কানপুরে হবে ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইতে, আগামী ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর। প্রায় দু'বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে দর্শকসহ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে মাঠে দর্শকের প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন