Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১ নভেম্বর, ২০২১

বারাসতে কালীপুজোর গাইড ম্যাপ প্রকাশ

 ‌‌

Kali-Puja-guide-map-of-Barasat-published

সৌদীপ ভট্টাচার্য : কালীপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল বারাসত জেলা পুলিশ। সোমবার বিকেলে ময়নায় বারাসত জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন ডিজি প্রসূন ব্যানার্জী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখার্জি ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর।

উত্তর ২৪ পরগনার বারাসতে কালীপুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। হাইকোর্টের নির্দেশ মেনে পুজো মণ্ডপগুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম ব্যবস্থা রাখতে হবে বলে আগেই জানানো হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে। আজ সাংবাদিক বৈঠক করে বারাসত জেলা পুলিশের অন্তর্গত কালীপুজোগুলির গাইড ম্যাপ প্রকাশ করা হয়। পাশাপাশি, দেওয়ালি উৎসব উপলক্ষে মানুষের সুবিধার্থে 'বারাসত পিডি দিওয়ালি উৎসব ২০২১' নামে অ্যাপ পরিষেবা চালু করা হলো জেলা পুলিশের পক্ষ থেকে।


এদিন ডিজি প্রসূন ব্যানার্জী জানান, বারাসতের কালীপুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। দীপাবলি উৎসব ঘিরে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। পুজো উপলক্ষে ১৫০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে জেলা পুলিশের অন্তর্গত এলাকা জুড়ে। পুজোর ভিড়ের মধ্যে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য ৩৫ থেকে ৪০ টি  মোটরবাইকে পুলিশ কর্মীরা প্রস্তুত থাকবেন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে নো এন্ট্রি থাকবে বলে জানালেন ডিজি প্রসূন ব্যানার্জি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন