স্বয়ংসিদ্ধা মেলা
৫ দিনের জেলা স্বয়ংসিদ্ধা মেলার সূচনা হল পুরুলিয়া শহরে। উদ্যোক্তা পুরুলিয়া পুরসভা। বুধবার রাতে পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব শাওন সেন। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক বিমলেন্দু দাস, তিন পুরসভার প্রশাসক নবেন্দু মাহালি, সুরেশ আগরওয়াল এবং রঘুনাথপুর পুরসভার প্রশাসক তরণী বাউরি। ছিলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যেরাও। মেলায় বিভিন্ন স্বনির্ভর দলের উৎপাদিত ঘর সাজানো, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মতো বিভিন্ন পণ্যের স্টল দেওয়া হয়েছে। রয়েছে খাবারের স্টলও। স্বনির্ভর দলের তৈরি সামগ্রীর বিক্রি বাড়ানোর সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন পুর প্রশাসক নবেন্দু মাহালি। মেলা উপলক্ষ্যে জুবিলি ময়দান থেকে ছৌ এবং আদিবাসী নৃত্যশিল্পীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
নতুন বাসরুট
মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে জেলার ৮ টি রুটে বাস চলাচল শুরু হল। এর মধ্যে ডি-৩১ বাসটি শ্রীনাথপুর থেকে কলকাতা যাবে। ডি-২৩ রুটের বাসটি চলবে কৈজুরি থেকে কলকাতা পর্যন্ত। ই-৬২ রুটের বাসটি চলাচল করবে সীতালিয়া থেকে কলকাতা পর্যন্ত। ডি-৩২ ও ডি ৭/১ বাস রুটটি যথাক্রমে নেবুখালী ও বাগদা থেকে কলকাতা পর্যন্ত চলবে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। বারাসত–হাকিমপুরগামী ডি-৯ রুটের বাসটি বারাসত থেকে হাকিমপুর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে। আর স্বরূপনগর থেকে ডি-২৬ রুটের বাসটিও প্রতিদিন বারাসত থেকে স্বরূপনগর পর্যন্ত চলাচল করবে। নতুন বাসরুট ছাড়াও এদিন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বুধবার মুখ্যমন্ত্রীর বৈঠকে ঘোষপাড়া রোড সম্প্রসারণ ও কল্যাণী এক্সপ্রেসওয়ের জল নিকাশি ব্যবস্থা প্রসঙ্গ তোলার পর এদিন ঘোষপাড়া রোড পরিদর্শন করেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে এদিন সেচ দপ্তরের পক্ষ থেকে সার্ভে করা হয়। অন্যদিকে, নৈহাটির বিধায়ক বিজপুরে চুরি, ডাকাতি বেড়ে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় অভিযোগ জানান। এরপর এদিন রাতেই বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাসকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় জয়প্রকাশ পান্ডেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন