Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌৩০ নভেম্বর, ২০২১

সাংবাদিক বৈঠক

২০১৫ সালের বনগাঁ পুরসভা নির্বাচন নিয়ে এবার মুখ খুললো সিপিএম। মঙ্গলবার বনগাঁ শহর কমিটির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর, দলের কর্মী পার্থ সাহা, আশিষ বসু, অসীম ঘোষ। সুমিত কর অভিযোগ করেন, '‌২০১৫ সালের বনগাঁ পুরসভা নির্বাচনে শুধু ১৩ নম্বর ওয়ার্ড নয়, মোট ৯ টি ওয়ার্ডে রিগিং করেছিল শাসক দল। সম্প্রতি এই বিষয় নিয়ে তৃণমূল দলের মধ্যে অন্তকলহ শুরু হয়েছে। সেই সময়কার ঘটনার জন্য তাদের দলের একজনকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু বাস্তবে এরজন্য গোটা দল দায়ী। বনগাঁয় এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। রাস্তা বন্ধ করে দলের মিটিং করা হচ্ছে। এরজন্য বনগাঁর মানুষ বিতশ্রদ্ধ।' তিনি আরও‌ বলেন, 'অন্য দলের অর্ন্তদ্বন্দ্বের ভেতরে আমরা প্রথমে ঢুকতে চাই নি। এখন বাধ্য হচ্ছি আমাদের এই কথা মানুষের কাছে তুলে ধরতে।'‌ 



অবৈধ রিসর্ট

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে রিসর্ট নির্মান করা হয়েছিল। প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এব্যাপারে আন্দোলন শুরু হয়। আর তারই জেরে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হল এই অবৈধ নির্মান। মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের পুনিয়াশাসন মোড়ের কাছে গজিয়ে ওঠা এই অবৈধ নির্মানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিবাদে সরব হয় প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও মঞ্চ। মঞ্চের পক্ষে গুলন মুর্মুর অভিযোগ, প্রশাসনের উদাসিনতায় সরকারি জমি দখল করে অযোধ্যা পাহাড়ের যত্রতত্র গড়ে উঠছে অবৈধ রিসর্ট। এব্যাপারে প্রশাসন কড়া পদক্ষেপ না নিলে রক্ষা করা যাবে না প্রকৃতিকে। অবশেষে প্রশাসন এব্যাপারে উদ্যোগ গ্রহন করায় খুশি তাঁরা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন