Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌১৯ নভেম্বর, ২০২১

বনগাঁর কাঁচাগোল্লা

মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে বনগাঁর বিখ্যাত কাঁচাগোল্লার প্রসঙ্গ ওঠার পর থেকে বনগাঁর মিষ্টান্ন ব্যবসায়ীদের মধ্যে কাঁচাগোল্লা তৈরির উৎসাহ বেড়ে গেছে। আজ বনগাঁর এক মিষ্টান্ন ব্যবসায়ী জানান, '‌রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে বনগাঁর কাঁচাগোল্লার কথা শুনে আমরা নতুন করে এই মিষ্টি তৈরির জন্য বেশি উৎসাহবোধ করছি।' রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বনগাঁর কাঁচাগোল্লার ব্যাপারে ওয়াকিবহাল, তখন এই মিষ্টি বনগাঁর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বেশি গ্রহনীয় হবে বলে আশা করছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। তাই এই মিষ্টান্নের গুনমান ঠিক রাখার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব আরও বেড়ে গেল বলে মনে করছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। এদিন কয়েকজন তৃণমূল সমর্থক নিজেদের উদ্যোগে বনগাঁর বিভিন্ন এলাকায় পথচলতি মানুষদের কাঁচাগোল্লা খাওয়ান।



এসইউসিআই মিছিল

'আন্দোলনের চাপে শেষপর্যন্ত আজ প্রধানমন্ত্রী মোদী তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। এই জয় আন্দোলনকারীদের সুদৃঢ় প্রতিজ্ঞা ও লাগাতার আন্দোলনের জয়।'‌ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইন বাতিলের ঘোষনা প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছেন এআইইউটিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস। তাঁরা দাবি করেন, বিদ্যুৎ বিল ২০২১ বাতিল করতে হবে এবং কৃষিপণ্যের নূন্যতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। এছাড়াও এই আন্দোলনে দিল্লি সহ সারা দেশে প্রায় এক হাজার কৃষক শহীদের মৃত্যু বরণ করেছেন- তাঁদের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে। এদিকে, কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ এক বছর ধরে সংগ্রামী কৃষকদের ঐতিহাসিক আন্দোলনের চাপে আজ প্রধানমন্ত্রী এই আইন বাতিলের ঘোষণা করতে বাধ্য হয়েছেন। তাই এই আন্দোলনের সঙ্গী কৃষকদের লাল সেলাম জানিয়ে আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়ে আজ পুরুলিয়া শহরে এসইউসিআই এর পক্ষ থেকে মিছিল বের করা হয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন