শীতের পোষাক
শীতে দরিদ্র কোনও মানুষ যাতে গরম পোষাকের অভাবে কষ্ট না পান, তারজন্য বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া রোটারী ক্লাব। রবিবার সকালে প্রায় এক হাজার পুরুষ, মহিলা এবং শিশুর মাপের নানাধরনের জামাকাপড়, শীতবস্ত্র এবং কম্বল সাজিয়ে রাখা হয়েছিল, যেকান থেকে দরিদ্র মানুষেরা তাঁদের পছন্দ মতো এবং মাপমতো পোষাক নিজেরা বেছে নিতে পারেন। রোটারী ক্লাবের সদস্য অজিত সারাওগী এব্যাপারে জানান, শীতের সময় যাতে এলাকার গরিব, অসহায় মানুষের গায়ে কাপড় এবং শীতবস্ত্র থাকে, সে কথা মাথায় রেখে এমন ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, ছোটদের জন্য খেলনা দেবার ব্যবস্থাও রাখা হয়েছিল। এদিন তাদের সঙ্গে রোটারী ইনার উইল ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন। এবছর পুজোর সময়ও একই ধরনের পোষাক বিতরড়ের আয়োজন করেছিল রোটারী ক্লাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন