নিষিদ্ধ বাজি
প্রচুর পরিমানে নিষিদ্ধ বাজি উদ্ধার করলো বড় পুরুলিয়া জেলার মানবাজার মহকুমা পুলিশ। এই অভিযানে মানবাজার মহকুমা এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি। গ্রেপ্তার করা হয়েছে ৮ জন কারবারীকে। অন্যদিকে, পুরুলিয়া সদর থানা এলাকায় ৮ কেজি বাজি সহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। মানবাজারের মহকুমা পুলিশ আধিকারিক বরুন বৈদ্যের নেতৃত্বে বুধবার বিকেলে এই অভিযান শুরু হয়। একাধিক দোকানে অভিযান চালিয়ে এই বাজিগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, বাজির একটা বিরাট অংশ ঝাড়খণ্ড থেকে এসেছে। পুলিশ জানিয়েছে, বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
আগুনে ছাই
আগুনে ছাই হল পুরুলিয়া জেলার আদ্রা থানারনর্থ সাইড এলাকার তিনটি দোকান। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন এলাকার একটি বাদ্যযন্ত্রের দোকান, একটি কাপড়ের দোকান এবং একটি চায়ের দোকানে আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায়। এদিন মাঝরাত্রে আগুন লাগে দোকানে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে আদ্রা থানার পুলিশ এবং দমকল হাজির হয়। কিন্তু তাতেও দোকানগুলিকে রক্ষা করা যায় নি। দোকানের সমস্ত জিনিস আগুনে নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রচুর টাকার। এমনই মনে করছেন ক্ষতিগ্রস্থ দোকানদারেরা। ব্যবসায়ীদের সন্দেহ, ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন