সমকালীন প্রতিবেদন : ছট পুজো ঘিরে প্রতি বছরের মতো এবছরও বনগাঁ থানার ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভোররাত থেকে নদীতে নেমে জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করার অপেক্ষায় ভক্তরা। পাশাপাশি যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসবেন, তাঁদের জন্য বনগাঁ পুরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সিভিল ডিফেন্স দপ্তরের কর্মীদের কাজে লাগানো হয়েছে. নদীতে স্পিড বোটের মাধ্যমে টহল দেওয়া সহ আরও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, প্রতিবছর এই ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়। এই বছর পুরসভার পক্ষ থেকে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুজো কমিটির সম্পাদক কার্তিক বাঁশফোর বলেন, এ বছর এই পুজো ২২ তম বর্ষে পরল। যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো দেওয়া হয়ে গেলে তাঁদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং একটি করে নতুন বস্ত্র তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন