সমকালীন প্রতিবেদন : বিজেপির প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা, কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের জেলা সভানেত্রী সহ নেতাদের হাত, পা ভেঙে দেওয়ার নিদান দিলেন বিজেপি বিধায়ক। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতির বিতর্ক। তৃণমূলের সভানেত্রী অবশ্য এই হুমকিকে তোয়াক্কা না করে ওই বিজেপি বিধায়ককে মাদক পাচারকারী বলে আখ্যায়িত করেছেন।
রাজ্যে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির শুক্রবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা বাজারে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিন কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার হুমকির সুরে বলেন, 'তৃণমূলের জেলা সভানেত্রী বাইরে থেকে এসে যদি এলাকার বিজেপি নেতা, কর্মীদের উপর অত্যাচার চালায়, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তার শরীর আস্ত নিয়ে ফিরতে পারবে না। এই এলাকায় বিজেপির ক্ষমতা কতটা, তা বিধানসভা ভোটে প্রমান হয়ে গেছে।'
দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন বিজেপি বিধায়ক নিদান দেন, 'কোনও তৃণমূল নেতা যদি বিজেপির কোনও কর্মীর গায়ে হাত দিতে আসে, আপনারা তার হাত, পা ভেঙে দিয়ে আমার কাছে যাবেন। বাকিটা আমি দেখে নেব।করোনার কারণে আমরা এতোদিন সঙ্গবদ্ধ হতে পারি নি।' এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলোরাণী সরকার বলেন, 'বিজেপিতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। বিজেপির যে নেতা এই হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে গুয়াহাটিতে মাদক মামলা চলছে। ভোটের সময় অষ্টম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র জমা দিয়েছিল, সেটিও জাল। ফলে এমন একজন মানুষের কাছ থেকে এমন মন্তব্যই কাম্য।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন