Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

GII : ‌বিশ্ব উদ্ভাবন সূচকে ‌ভারতের স্থান ৪৬ তম

 

World-Innovation-Index

দেবাশীষ গোস্বামী : বিশ্ব ক্ষুধা সূচকে (‌GHI)‌ ভারতের স্থান নিচে নেমে গেলেও আশার কথা শুনিয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) যারা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স (GII) তৈরি করে। এ বছর গত সেপ্টেম্বর মাসে তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্ব উদ্ভাবন সূচকে ভারতের স্থান ৪৬ তম। 


গত বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় দুই ধাপ এগিয়ে এসেছে। ২০২০ তে ভারতের স্থান ছিল ৪৮ তম। এই সূচিতে ভারত গত পাঁচ বছরে ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে গেছে। ২০১৫ তে ভারতের স্থান ছিল ৮১ তে। এই তালিকায় উপর দিকে আছে আমেরিকা, বৃটেন, সুইজারল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ড উদ্ভাবনে একটি দেশের সক্ষমতা ও সাফল্যের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি হয়। 


বিশ্বের ১৩২ টি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান, বিজ্ঞানভিত্তিক প্রকাশনা ও আন্তর্জাতিক পেটেন্ট এ আবেদনের সংখ্যাও এই সূচক তৈরির অপর ভিত্তি। এ বছর বিশ্ব বৌদ্ধিক সম্পদ সংস্থা (WIPO) ভারতকে দক্ষিণ ও মধ্য এশিয়ার উদ্ভাবনে অন্যতম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন