Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ৯ অক্টোবর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯৩১ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকরা তাদের অনুগত আইনসভা থেকে আজকের দিনে ভারতীয় সংবাদপত্র আইন পাশ করিয়ে নেয়। 

২‌) ১৯৪৪ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র জাপানের নতুন প্রধানমন্ত্রী জেনারেল কোইসোর কাছ থেকে টোকিও যাবার আমন্ত্রণ পান। 

৩) ১৯৪৯ খ্রিস্টাব্দে টেরিটোরিয়াল আর্মির উদ্বোধন হয়। 

■ ভারতীয় দেশীয় রাজ্যগুলির অন্তর্ভূক্তিকরণ সম্পূর্ণ হয়। ত্রিপুরা, মণিপুর ও বারানসী (কাশী) ভারতের অন্তর্ভূক্ত হয়।

৪) ১৯৭০ খ্রিস্টাব্দে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে ইউরেনিয়াম উৎপাদনে সাফল্য আসে। 

৫) ১৯৭৬ খ্রিস্টাব্দে বোম্বাই ও লন্ডনের মধ্যে ইন্টারন্যাশনাল ডাইরেক্ট ডায়ালিং টেলিফোন লিঙ্ক চালু হয়। 

৬) ১৯৯৩ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার শতবর্ষ পূর্ত্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী পি ভি নরসীমা রাও সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

■  কানাডায় অনুষ্ঠিত বিশ্ব ভেটারেন্স কুস্তি প্রতিযোগিতায় প্রাক্তন অলিম্পিয়ান কর্তার সিং ১০০ কেজি ওজন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে।

৭) আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত চিস্তি সুফী সাধক নিজামউদ্দিন আউলিয়া; বাঙালি নস্টালজিক সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত; স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস নেতা ইম্যানুয়েল দেভেন্দর; ধ্রুপদী সরোদ শিল্পী আমজাদ আলি খান; ভারতীয় রাজনীতিক অম্বুমানী রামডস; আমেরিকায় প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্কর; রবীন্দ্র বিশেষজ্ঞ ক্ষুদিরাম দাস প্রমুখ। আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী ও পাঞ্জাবের জননেতা সইফূদ্দিন কিচলু ; ভারতীয় টেস্ট ক্রিকেটার  ও ফাস্ট বোলার রাজাগোপালাচারী রঙ্গাচারী; বহুজন সমাজ পার্টির নেতা কাশীরাম; কমেডি অভিনেতা এস এস চন্দ্রন প্রমুখ। 



আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৭৬০ খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে রাশিয়ান বাহিনী বার্লিন দখল করে। 

২) ১৮০৪ খ্রিস্টাব্দে তাসমানিয়ার রাজধানী হোবার্ট প্রতিষ্ঠিত হয়। 

৩) ১৮২৫ খ্রিস্টাব্দে নরওয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রাকারী প্রথম  অভিভাষণ দলকে নিয়ে Restoration জাহাজ নিউইয়র্ক বন্দরে পৌছায়।

৪) ১৯০০ খ্রিস্টাব্দে কুক দ্বীপটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়। 

৫) ১৯৮৩ খ্রিস্টাব্দে ফরাসি প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কোয়েস মিটারান্ড ফ্রান্স থেকে সমস্ত ধরণের দৈহিক শাস্তি প্রত্যাহারের ঘোষণা করেন। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ব্রিটিশ ইজিপ্টোলজিস্ট জোসেফ বোনোমি; নোবেল জয়ী জার্মান রসায়নবিদ হারমান এমিল ফিশার; আমেরিকান শিক্ষাবিদ জোডি উইলিয়াম; ইংরেজ সঙ্গীত পরিচালক ও কবি পি জে হার্ভে প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন নোবেল জয়ী ডাচ চিকিৎসক পিটার জিম্যান; নোবেল জয়ী ইংরেজ রসায়নবিদ সি এন হিনসেলউড; নোবেল জয়ী আমেরিকান শিক্ষাবিদ উইলিয়াম পি মারফি; নোবেল জয়ী ফরাসি অর্থনীতিবিদ মরিস অ্যালিস প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে বিনায়ক চতুর্থী, 'National Foreign Service' দিবস, কানাডা ও আমেরিকাতে অগ্নি প্রতিরোধক দিবস, উগান্ডাতে স্বাধীনতা দিবস, মার্কিন যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড ও নরওয়েতে 'Leif Erikson Day', রোমানিয়াতে 'National Day of Commemorating the Holocaust'‌, আমেরিকাতে 'National Nantechnology Day', আজ বিশ্ব ডাক (Post) দিবস, বিশ্ব পরিযায়ী পাখি দিবস। 

সংকলক : স্বপন ঘোষ। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন