ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৭৬৮ খ্রিস্টাব্দে মলবাগাল এর যুদ্ধে হায়দার আলি ইংরেজদের পরাজিত করে।
২) ১৯২৭ খ্রিস্টাব্দে দেওঘরের একটি বাড়িতে পুলিশ বিপ্লবীদের তৈরি অস্ত্র ও বোমা তৈরির মশলা উদ্ধার করে। এই মামলা দেওঘর ষড়যন্ত্র মামলা নামে খ্যাত।
৩) ১৯২৯ খ্রিস্টাব্দে বিপ্লবী যতীন দাসের মহাপ্রয়ানের পরও ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের অনশন ধর্মঘট অব্যাহত থাকলেও আজকের দিনে নিখিল ভারত কংগ্রেস কমিটির বিশেষ অনুরোধে তাঁরা অনশন ভঙ্গ করেন।
৪) ১৯৩৭ খ্রিস্টাব্দে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রামকৃষ্ণ চক্রবর্তীর যক্ষ্মারোগে মৃত্যু হয়। সূর্য সেন ও তাঁর তিন সঙ্গীকে আশ্রয় দেওয়ার অপরাধে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।
৫) ১৯৪৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৈলাশনাথ কাটজু ন্যাশনাল মেডিকেল কলেজের উদ্বোধন করেন।
৬) ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর বিরুদ্ধে ওঠা রাজনৈতিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হন।
৭) ১৯৮৬ খ্রিস্টাব্দে মুম্বাই বিমানবন্দরে হেলিকপ্টার কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্বোধন হয়।
৮) আজকের দিনে জন্মেছিলেন শ্রদ্ধেয় বিপ্লবী শ্যামজী কৃষ্ণ বার্মা; ভারতীয় গায়ক শৈলেন্দ্র সিং; ভারতের আয়ুর্বেদ যোগ ও ন্যাচারোপ্যাথি দপ্তরের মন্ত্রী শ্রীপদ নায়েক; চিত্রাভিনেত্রী সোহা আলি খান; চিত্রাভিনেত্রী পাওলি দাম; বর্তমান ভারতীয় দলের ক্রিকেটার রিষভ পন্থ প্রমুখ।
৯) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় চিত্র পরিচালক এস কে ওঝা; মারাঠী সংগীত পরিচালক আর পি মারাঠে; প্রগতিশীল বামপন্থী আন্দোলনের নেতা বাসব প্রেমানন্দ প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮২৪ খ্রিস্টাব্দে মেক্সিকো নতুন সংবিধান গ্রহণ করে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।
২) ১৯২৫ এ ফরাসি অপশাসনের বিরুদ্ধে সিরিয়াতে বিদ্রোহ সংঘটিত হয়।
৩) ১৯৬৬ খ্রিস্টাব্দে বাসোতোল্যান্ড ব্রিটেনের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন হয় এবং তার নতুন নাম হয় লেসোথো।
৪) ১৯৮৫ খ্রিস্টাব্দে Free Software Foundation প্রতিষ্ঠিত হয়।
৫) ১৯৯৭ খ্রিস্টাব্দে আমেরিকার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম নগদ অর্থ চুরির ঘটনা ঘটে।
৬) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি ঐতিহাসিক ফ্রাঙ্কোয়েস গুইজোট; আমেরিকান গণিতবিদ ফ্লোরেন্স এলিজা অ্যালেন; অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ ও অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ; আমেরিকান ফিলানথ্রফিস্ট আলবার্টো ভিলার প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন গ্রীক-ফরাসি লেক্সিকোগ্রাফার গ্রেগোরিয়াস জালিকিস; নোবেল পুরস্কার জয়ী জার্মান চিকিৎসক ম্যাক্স প্লাঙ্ক; ইংরেজ অভিনেতা গ্রাহাম চ্যাপম্যান; শ্রীলঙ্কান ঐতিহাসিক এস আরাসারাটনম, নোবেল জয়ী ইংরেজ বায়োকেমিস্ট মাইকেল স্মিথ প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে ত্রয়োদশী শ্রদ্ধা, প্রদোষ ব্রত শিবরাত্রি কলিযুগ, ওয়ার্ল্ড স্পেস সপ্তাহের সূচনা, বিশ্ব পশু দিবস, বিশ্ব বাসস্থান দিবস, অস্ট্রেলিয়াতে শ্রমিক দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন