Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

‌HISTORY : ইতিহাসে আজ : ১৮ অক্টোবর ২০২১

Today-in-history

 ইতিহাসে আজ 


জাতীয় প্রেক্ষিত :

১) ১৯০৬ খ্রিস্টাব্দে 'বন্দেমাতরম' পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন অরবিন্দ ঘোষ। 

২) ১৯৬৬ খ্রিস্টাব্দে কলকাতা–শিলং মাইক্রোওয়েভ টেলিফোন যোগাযোগ ব্যবস্থা চালু হয়। 

৩) ২০০৪ খ্রিস্টাব্দে কুখ্যাত 'চন্দনদস্যু' বীরাপ্পন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নিহত হয়। 

৪) আজকের দিনে জন্মেছিলেন এইচ জি এন সি'র চেয়ারম্যান দীপক পারেখ; ভারতীয় অভিনেতা ওম পুরী; কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্র; ভারতীয় স্প্রিন্টার আর এ ভারনিক্স; প্রখ্যাত তবলাবাদক বিজয় ঘাটে; বাংলা সিনেমা ও টেলিভিশনের অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

৫) আজকের দিনে প্রয়াত হন তেলেগু লেখক বিশ্বনাথ সত্যনারায়ণ; ভারতীয় টেস্ট ক্রিকেটার বিজয় মঞ্জরেকর প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৩৫৬ খ্রিস্টাব্দে আল্পস পর্বতে ভয়াবহ ভূমিকম্পে পৃথিবীর অন্যতম সুন্দর শহর সুইজারল্যান্ডের বাসেল সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। 

২) ১৬৪৮ খ্রিস্টাব্দে বোস্টনের জুতোর কারিগররা আমেরিকায় প্রথম শ্রমিক সংগঠন গড়ে তোলে ।

৩) ১৭৯৭ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ক্যাম্পোফোরমিও'র চুক্তি সম্পাদিত হয়। 

৪) ১৮৬৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা ৭.২ মিলিয়ন ডলারে কিনে নেয়। আলাস্কা তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রদেশে পরিণত হয়েছে। আমেরিকা প্রত্যেক বছর আজকের দিনটিকে 'আলাস্কা দিবস' হিসাবে উদযাপন করে আসছে। 

৫) ১৯৫৪ খ্রিস্টাব্দে 'টেক্সাস ইন্সট্রুমেন্টস' প্রথম ট্রানজিস্টার রেডিও বাজারে আনে। 

৬) ২০০৭ খ্রিস্টাব্দে করাচিতে এক ভয়াবহ জঙ্গি হানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সহ ৪৫০ জন মানুষ আহত হন এবং ১৩৯ জন নিহত হন। বেনজির অবশ্য সে যাত্রায় রক্ষা পেয়ে যান। ২৭শে ডিসেম্বরের পরবর্তী হানায় তিনি নিহত হয়েছিলেন। 

৭) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ দার্শনিক উইলিয়াম লম্বার্ডি; ফরাসি ঐতিহাসিক চার্লস লেবিউ; সুইডিশ লেখক আর্নস্ট ডিডরিং; সুইশ পর্বতারোহী রেমন্ড ল্যামবার্ট; আলবেনিয়ার প্রথম প্রেসিডেন্ট রামিজ আলিয়া প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন ডাচ চিকিৎসক ও গণিতবিদ জে এ ফ্রিসিয়াস; ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজ; 'দি লিটল রিভিউ' পত্রিকার প্রথম প্রকাশক এম সি অ্যান্ডারসন  প্রমুখ ; মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন 

স্মরণীয় আজ : ভারতে কটি বিহু কানাডাতে 'Persons Day'আমেরিকায় আলাস্কা দিবস আজারবাইজানের স্বাধীনতা দিবস ক্রোয়েশিয়াতে 'নেক–টাই দিবস'আজ বিশ্ব মেনোপজ দিবস কাজাকস্তানে আধ্যাত্মিক মনোযোগ দিবস আমেরিকাতে জাতীয় চকোলেট কাপকেক দিবস।‌

সংকলক  : স্বপন ঘোষ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন