Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ২৮ অক্টোবর, ২০২১

Today-in-history

ইতিহাসে আজ


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৯ খ্রিস্টাব্দে যুগান্তর সমিতির সভ্যগণ নদীয়া জেলার হলুদবাড়ি গ্রামে ডাকাতি করে দেশের কাজের জন্য অনেক টাকা লুঠ করেন।

২) ১৯৩০ খ্রিস্টাব্দে প্রথম লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান আসামী 'হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন' এর কেন্দ্রীয় সমিতির সভ্য কৈলাশপতি দিল্লিতে পলাতক অবস্থায় গ্রেপ্তার হন। 

৩) ১৯৩৩ খ্রিস্টাব্দে বিপ্লবীরা দিনাজপুর জেলার হিলি রেল স্টেশন আক্রমণ করে লুঠ করে নেন।

৪) ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেসের আটচল্লিশতম অধিবেশন রাজেন্দ্রপ্রসাদের সভাপতিত্বে বোম্বাইতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে কংগ্রেস সভ্যদের জন্য  চরকায় সূতোকাটা ও খদ্দর পরা আবশ্যিক করা হয়।

৫) ১৯৩৭ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র বসুর বাড়িতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় 'বন্দেমাতরম' সংগীতটির প্রথম দুই কলি জাতীয় সংগীত রূপে গৃহীত হয়।

৬) ১৯৪০ খ্রিস্টাব্দে জেলে কারারুদ্ধ অবস্থায় সুভাষচন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় আইনসভার ভোটে নির্বাচিত হন। 

৭) ১৯৪৩ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র টোকিও অভিমুখে যাত্রা করেন। 

৮) ১৯৪১ খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ সরকার মহাজন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনুন্নত শ্রেণীদের জন্য ১৪শতাংশ সরকারি চাকরিতে সংরক্ষণের কথা ঘোষণা করে।

৯) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় লেখক সি ডি উত্তাঙ্গী; শ্রী রামকৃষ্ণের সাক্ষাত শিষ্য বিজয়েন্দ্র প্রমুখ। 

১০) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় ক্রিকেটার গুলাম আহমেদ; ভারতীয় কবি আনন্দশঙ্কর রায়; হিন্দি লেখক শ্রী লাল শূক্লা প্রমুখ। 



আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৭০৭ খ্রিস্টাব্দে ভয়াবহ ভূমিকম্পে জাপানে ১০, ০০০ এর ও বেশি মানুষের মৃত্যু হয়।

২) ১৮৮৬ খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড 'স্ট্যাচু অব লিবার্টি' জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। 

৩) ১৯৪২ আলাস্কা হাইওয়ে উন্মুক্ত করে দেওয়া হয়। 

৪) ১৯৫৮ খ্রিস্টাব্দে জন XXIII পোপ নির্বাচিত হন। 

৫) আজকের দিনে জন্মেছিলেন ভারতের গণিতবিদ টি ভি এরেনফেস্ট; আইরিশ কবি জন হিউট; নোবেল জয়ী ইংরেজ বায়োকেমিস্ট আর এল এম সিনজে; ব্রাজিলিয়ান ফুটবলার গ্যারিঞ্চা প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন জার্মান চ্যাঞ্ছেলার বুঁলো; আমেরিকান গায়ক বেবি হুয়ে; শ্রীলঙ্কার গায়ক রুকমানি দেবী নোবেল জয়ী আমেরিকান রসায়নবিদ রিচার্ড স্ম্যালি প্রমুখ। 

স্মরণীয় আজ  :  চেক–স্লোভাক রাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস গ্রীসে জাতীয় দিবস। Prefectural Earthquake Disaster Prevention Day ইন্দোনেশিয়াতে Youth Pledge Day.

সংকলক : স্বপন ঘোষ।


সংকলক  :  স্বপন ঘোষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন