ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত:
১) ১৮০৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র মেম্বার জর্জ বারলো গভর্নর জেনারেল পদে স্থলাভিষিক্ত হন।
২) ১৮৬১ খ্রিস্টাব্দে 'ইন্ডিয়ান পেনাল কোড ১৮৬০' অনুসারে 'দাস ব্যবস্থা' দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়। ওয়াহাবি আন্দোলনের নেতা দুদু মিঞার জীবনাবসান ঘটে।
৩) ১৯৪৯ খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু খারাকভাসলা ডিফেন্স অ্যাকাডেমির ভিত্তিপ্রস্তর স্হাপন করেন। পৃথিবীতে ওই সময় এইটিই একমাত্র সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একত্রে প্রশিক্ষণ দেওয়া হত।
৪) আজকের দিনে জন্মেছিলেন দেওবন্ধ গোষ্ঠীর মুসলিম তাত্ত্বিক এইচ এ মাদানি; প্রখ্যাত ভারতীয় জ্যোতির্বিদ মেঘনাদ সাহা; হরিয়ানার তিনবারের মুখ্যমন্ত্রী ভজন লাল বিসনোই; প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা বিনোদ খান্না; বিহারের মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি; পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায প্রমুখ।
৫) আজকের দিনে প্রয়াত হন স্বনামধন্য তামিল রাজনীতিক পরমাশিভন সুব্বারায়ন; তেলেগু চিত্র পরিচালক চিত্তাজালু পুল্লায়া; ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাবাসাহেব অনন্তরাও ভোঁসলে প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৭৬২ খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ব্রিটেন স্পেনের কাছ থেকে ম্যানিলা দখল করে।
২) ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রবল ধাক্কায় সম্রাট ষোড়শ লুই সম্রাটের রাজপ্রাসাদ ভার্সাই ত্যাগ করে টুইলারিস প্রাসাদে আশ্রয় নিতে বাধ্য হন।
৩) ১৯০৩ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ান হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়।
৪) ১৯২৪ খ্রিস্টাব্দে কন্সস্ট্যান্টিনোপল থেকে তুরস্কের জাতীয় আন্দোলনের সূত্রপাত হয়।
৫) ১৯৭৩ খ্রিস্টাব্দে মিশর ও সিরিয়া একযোগে ইজরায়েল আক্রমণ করলে ইয়ুমকিপুরের যুদ্ধ শুরু হয়।
৬) ২০১০ খ্রিস্টাব্দের আজকের দিনে মেইনস্ট্রিম ফোটো শেয়ারিং মাধ্যম ইন্সটাগ্রামের শুভ সূচনা হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন নরওয়ের কবি জে এইচ ওয়েসেল; স্কটিশ ভূতাত্ত্বিক জন ম্যাকক্লু; জার্মান গণিতবিদ রিচার্ড ডেডকাইন্ড; তুর্কি সাংবাদিক ইয়াসের কেমাল প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন নোবেল জয়ী মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত; নোবেল জয়ী বেলজিয়ান প্রধানমন্ত্রী অগাস্টি বার্নার্ট; নোবেল জয়ী জার্মান বায়োকেমিস্ট অটো ফিজ্ মেয়ারহপ আমেরিকান গায়ক জনি ন্যাশ প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে মহালয়া তিথি:দেবী দুর্গার আবাহন বন্দনা:সর্বপিতৃ অমাবস্যা, জীমূতবাহন ব্রত, বিশ্ব মহাকাশ সপ্তাহের সূচনা, স্লোভাকিয়ায় ডাকা পাস বিজয় দিবস, আমেরিকাতে জার্মান-আমেরিকান দিবস, শ্রীলঙ্কায় শিক্ষক দিবস, মিশরে সশস্ত্র সংগ্রাম দিবস, সিরিয়াতে তিশরিন লিবারেশন দিবস, আমেরিকায় walk to school দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন