ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯০৫ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলারের বিপক্ষে আবদুল রসুলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা হয়। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিপিনচন্দ্র পাল।
২) ১৯০৭ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'সন্ধ্যা' পত্রিকার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগে মামলা করেন।
৩) ১৯০৮ খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত অরবিন্দ ঘোষের পক্ষে চিত্তরঞ্জন দাশ আইনজীবী হিসাবে দাঁড়াবেন ফলে ঘোষণা করেন।
■ সরকারি উকিল হিউমের ওপরে বিপ্লবীরা নারকেল–বোমা নিক্ষেপ করলেও তিনি অক্ষত থাকেন।
৪) ১৯২৪ খ্রিস্টাব্দে বিনাবিচারে অনির্দিষ্টকাল আটকে রাখার জন্য বেঙ্গল অর্ডিন্যান্স–এর ১৮১৮ নম্বর ধারা প্রয়োগ করা হয়।
৫) ১৯৪৭ খ্রিস্টাব্দে আজাদ কাশ্মীর ফোর্স নামে একটি দলের পাকিস্তানের অধিবাসীরা কাশ্মীর আক্রমণ করে ।তাদের দাবি ছিল কাশ্মীর যেন পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।
৬) ১৯৪৮ খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর্ল অ্যাটলে ও লিয়াকত আলি খানের সঙ্গে আলোচনা করেন।
৭) ১৯৮৪ খ্রিস্টাব্দে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধন হয়। ভারতের প্রথম ও পৃথিবীর ৭৮তম মেট্রো রেলপথের সূচনা হয় কলকাতায়।
৮) ২০১৮ খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বিশ্বের দ্বাদশতম এবং দ্রুততম ক্রিকেটার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দশহাজার রান করেন। এই কৃতিত্বে পৌছাতে তিনি কেবল ২০৫ ম্যাচ সময় নেন।
৯) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী কে কস্তুরিরঙ্গন; প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়; কার্টুনিস্ট কে কে আয়ার লক্ষ্মণ; স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী সেহেগল; সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী ; কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ।
১০) আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী রফি আহমেদ কিদোয়াই; ইসমত চাঘতাই; কংগ্রেস নেতা কোল্লুর মোল্লাপ্পা; প্রখ্যাত সংগীত শিল্পী মান্না দে প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৬৪৮ খ্রিস্টাব্দে ৩০ বছরের যুদ্ধের শেষে ওয়েস্টফেলিয়ার শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
২) ১৭৯৫ খ্রিস্টাব্দে রাশিয়া , প্রাশিয়া ও অস্ট্রিয়া পোল্যান্ডকে সম্পূর্ণভাবে দখল করে নেয়।
৩) ১৯১২ খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধে তুরস্ক সাম্রাজ্যের বিরুদ্ধে বুলগেরিয়া জয়ী হয়।
৪) ১৯২৯ খ্রিস্টাব্দে আজকের দিনে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে কুখ্যাত 'Black Thursday' এর ঘটনা ঘটে। স্টক মার্কেটে ভয়াবহ ধ্বসে 'মহামন্দা' শুরু হয়।
৫) ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ঘটে সানফ্রান্সিসকো সম্মেলনে।
৬) ১৯৪৬ খ্রিস্টাব্দে নেজার হিন্দাইকে ব্রিটেনে বিমানে বোমা বিস্ফোরণের চেষ্টার অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়–যাপৃথিবীর ইতিহাসে দীর্ঘতম।
৭) ২০০৮ সালে আজকের দিনে বিশ্বের বহুদেশের স্টক মার্কেটে ভয়াবহ ধ্বস নামে।
৮) আজকের দিনে জন্মেছিলেন রাশিয়ার চিত্রকর কে ইয়োন; আমেরিকান চিত্র পরিচালক মহেশ হার্ট; ইতালিয়ান অভিনেতা টিটো গোব্বি; নোবেল জয়ী ফরাসি চিকিৎসক পি ডি জেনাস প্রমুখ।
৯) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ স্থপতি জন ওয়েব; ফরাসি স্থপতি ডিজায়ার চারনি; জার্মান পর্বতারোহী টনি কিনশোফার; জার্মান লেখক হেস প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে কারোয়াচৌথ ব্রত, পাকিস্তানে আজাদ কাশ্মীর দিবস, আমেরিকায় খাদ্য দিবস, জাম্বিয়াতে স্বাধীনতা দিবস, মিশরে সুয়েজ দিবস, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস, বিশ্ব বিকাশ–তথ্য দিবস, বিশ্ব পোলিও দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন