ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯২১ খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে বোম্বাইয়ে বিদেশি বস্ত্রে অগ্নিসংযোগের কর্মসূচী নেওয়া হয়।
২) ১৯৩২ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠা লাভ করে।
৩) ১৯৯৩ খ্রিস্টাব্দে হিরোশিমায় অনুষ্ঠিত এশিয়ান নৌবাইচ প্রতিযোগিতা ইন্ডিয়ান এন্টারপ্রাইজ টিম রুপো ও ব্রোঞ্জের মেডেল জয়লাভ করে।
৪) ২০০৫ খ্রিস্টাব্দে কাশ্মীর ভূমিকম্প কাশ্মীর সহ গোটা উত্তর-পশ্চিম ভারতকে নাড়িয়ে দেয়।
৫) আজকের দিনে জন্মেছিলেন প্রবাদপ্রতীম ভারতীয় অ্যাথলিট মিলখা সিং; ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজকুমার; মিউজিক কম্পোজার ধারান; ফ্যাশন ডিজাইনার জে জে ভালাইয়া; ভারতীয় চিকিৎসক জি এন আইয়ার রামচন্দ্রন; বিখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেতা পেকেটি শিবরাম; শ্রমিক সংগঠন বি পি ওয়াদিয়া; ইতিহাসবিদ পাপিয়া ঘোষ প্রমুখ।
৬) আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত ভারতীয় লেখক মুন্সী প্রেমচাঁদ; স্বাধীনতা সংগ্রামী ও সোসালিস্ট কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা জয়প্রকাশ নারায়ণ; ভারতীয় রাজনীতিক ও গুজরাতের প্রাক্তন গভর্নর নওল কিশোর শর্মা; ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা নাইজেল বেরি প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৮৫৬ খ্রিস্টাব্দে বিভিন্ন ইউরোপীয় শক্তি ও চিনের মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয় এবং চিন পরাজিত হয়।
২) ১৯১২ খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধ শুরু হয় : মন্টেনেগ্রো তুরস্ক সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
৩) ১৯৬৭ খ্রিস্টাব্দে বিপ্লবীনেতা চে গুয়েভারা ও তাঁর সঙ্গীরা বলিভিয়াতে ধরা পড়েন।
৪) ১৯৭০ খ্রিস্টাব্দে আলেকজান্ডার সলঝিনেতঝিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
৫) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান অভিনেতা এডিথ চ্যাপম্যান; রাশিয়ান স্থপতি অ্যালেক্সি স্কুচুশেভ; আমেরিকান গায়ক হ্যারি ম্যাকক্লিনটক; বেলজিয়ান সাইক্লিস্ট ফিলিপ থাইস প্রমুখ।
৬) আজকের দিনে প্রয়াত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি; ফরাসি দার্শনিক গ্যাব্রিয়েল মার্সেল; নোবেল পুরস্কার বিজয়ী কমনওয়েলথ সেক্রেটারি ফিলিপ নোয়েল বেকার; নোবেল জয়ী জর্জ এমিল প্যালেড প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে এয়ার ফোর্স দিবস, ইরানে শিশু দিবস, পেরুতে নেভি দিবস, হাওয়াইতে আবিষ্কারক দিবস, আমেরিকাতে দেশিয় জনমানব দিবস, আজ বিশ্ব ডিম দিবস, এস্টোনিয়াতে উদ্যোগ দিবস।
সংকলক : স্বপন ঘোষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন