ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৯৭৮ খ্রিস্টাব্দে পৃথিবীর দ্বিতীয় নলজাতক শিশুর জন্ম হয় কলকাতায় ।
২) ১৯৮৪ খ্রিস্টাব্দে কন্যাকুমারি থেকে জম্মু-তাওয়াই; ভারতের দীর্ঘতম যাত্রার ট্রেন 'হিমসাগর এক্সপ্রেস' কন্যাকুমারিকা থেকে যাত্রা শুরু করে ।
৩) ১৯৯২ খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড প্রফেশনাল বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে গীত শেঠি বিজয়ী হন।
৪) ২০১০ খ্রিস্টাব্দে দিল্লিতে ১৯তম কমনওয়েলথ গেমসের শুভ সূচনা হয়।
৫) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় লেখক গুরচরণ দাস; প্রাক্তন বিদেশমন্ত্রী প্রীনিত কাউর, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক জ্যোতিপ্রকাশ দত্ত; সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র প্রমুখ।
৬) আজকের দিনে প্রয়াত হন দ্বিতীয় মুবারক আলি খান; ভারতীয় ক্রিকেটার জোগিন্দার রাও; মালায়ালম সাহিত্যিক মুলজী নারায়ণ মেনন বিজয়ন প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৯২৯ খ্রিস্টাব্দে রাজা প্রথম আলেকজান্ডার সার্ব; ক্রোট এবং স্লোভেনিয়া রাজ্যের নতুন নামকরণ করেন যুগোশ্লাভিয়া।
২) ১৯৩২ খ্রিস্টাব্দে ইরাক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
৩) ১৯৫২ খ্রিস্টাব্দে ব্রিটিশ যুক্তরাষ্ট্র সফল পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়।
৪) ১৯৬৩ খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পরিণতিতে হন্ডুরাসে দুই দশক ব্যাপী সামরিক শাসনের সূচনা হয়।
৫) ২০০৯ খ্রিস্টাব্দে আজারবাইজান; কাজাকস্তান; কিরঘিজস্তান ও তার্কিকে নিয়ে 'তার্কিক কাউন্সিল গঠিত হয়।
৬) আজকের দিনে জন্মেছিলেন নোবেল জয়ী জার্মান কার্ল ভন ওসিটজকি; নোবেল জয়ী আমেরিকান অর্থনীতিবিদ জেমস এম বুকানন ; বেলজিয়ান গণিতজ্ঞ পেরি ডেলিগনে; চিনা ভাষ্কর চেন ইয়ানিন প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন নোবেল জয়ী জার্মান চ্যান্সেলর গুস্তাভ স্ট্রেসেম্যান; ফিনিশ চিত্রকর কালেরভো পালসা; ইংরেজ গণিতবিদ জন ক্রাঙ্ক, ইংরেজ ঐতিহাসিক ও ক্রিপটোলজিস্ট জন থির্স্ক প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে শ্রদ্ধা দ্বাদশী, জার্মান ঐক্য দিবস, হন্ডুরাসে মোরাজান দিবস, ইরাক ও দক্ষিণ কোরিয়ার জাতীয় দিবস, আমেরিকাতে জাতীয় বয়ফ্রেন্ভ দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন