সমকালীন প্রতিবেদন : 'ভবানীপুরে জয়ের আনন্দ মিছিলের মাধ্যমে নয়, বন্যা দুর্গত মানুষদের পাশে থেকে, তাঁদের সহযোগিতা করে আনন্দ উপভোগ করুন।' ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষনার পর দলের কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ভবানীপুর কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী। এদিনই তিনি রাজ্যের দ্বিতীয় পর্যায়ের আরও যে ৪ কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মধ্যে এদিন দুপুরে ৩ কেন্দ্রের দলের প্রার্থীর নাম ঘোষনা করলেন তৃণমূল নেত্রী।
ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জী যে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হবেন, তা আগে থেকেই দাবি করছিলেন হলের শীর্ষ নেতৃত্ব। বাস্তবে তাই হলো। এদিন ভোট গণনার পর দেখা গেল, মমতা ব্যানার্জী তাঁর নিকটতম বিজেপি প্রার্থীর থেকে ৫৮৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ফল ঘোষনার পর কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা ব্যানার্জী বলেন, 'এবার নিয়ে আমি তিনবার ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হলাম। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আমি এই কেন্দ্র থেকে ২৫ হাজারের মতো ভোটে জয়ী হয়েছিলাম। শেষ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ভোটে জয়ী হন।'
আর এবারে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে মমতা ব্যানার্জী ব্যাপক ব্যাবধানে জয়ী হলেন। মমতা ব্যানার্জী এদিন বলেন, 'এই কেন্দ্রের একটি ওয়ার্ডেও আমাদের হার হয় নি। এটা একটা রেকর্ড। এই কেন্দ্রের ৪৬ শতাংশ ভোটার অবাঙালী। ছোট্ট জায়গা কিন্তু বৃত্ত বড়। এখানকার ভোটাররা আমার মন ভরিয়ে দিয়েছেন। অনেক চক্রান্ত করা হয়েছিল। কিন্তু ভোটের ফলের মাধ্যমে ভবানীপুরের মানুষ তার জবাব দিয়ে দিলেন। আমি তাঁদের কাছে চির ঋণী হয়ে রইলাম।'
এদিন তিনি ঘোষনা করেন যে, রাজ্যের দ্বিতীয় পর্যায়ে যে ৪ টি কেন্দ্রে উপ নির্বাচন হবে, তারমধ্যে শান্তিপুর, দিনহাটা এবং খড়দা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করবেন যথাক্রমে ব্রজকিশোর গোস্বামী, উদয়ন গুহ এবং শোভনদেব চট্টোপাধ্যায়। গোসাবা কেন্দ্রের জন্য দুটি নাম এসেছে। আজ বিকেলে তার একটি চুড়ান্ত হবে বলে মমতা ব্যানার্জী জানান।
এদিকে, ভবানীপুরে মমতা ব্যানার্জীর জয়ের আনন্দে আবির মেখে বিজয় উৎসব করলেন বনগাঁ মহকুমার তৃণমূল কর্মী, সমর্থকরা। মুখ্যমন্ত্রীর জয়লাভের খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী, সমর্থকরা। গাইঘাটায় সবুজ আবির মেখে খেলা হবে গানে নাচে করতে দেখা গেল তৃণমূল কর্মী, সমর্থকদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন