দেবাশীষ গোস্বামী : জিডিপি বা গ্ৰস ডোমেস্টিক প্রোডাক্ট হলো দেশের আর্থিক উন্নয়নের মাপকাঠি। বর্তমানে জিডিপির মাপকাঠিতে ভারতের অর্থনীতি বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতি। জিডিপি কি ? জিডিপি হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মধ্যে উৎপাদিত সমস্ত সমাপ্ত পণ্য এবং পরিষেবা আর্থিক মূল্য।জিডিপি অনুযায়ী ভারতের প্রথম ১০ টি শহর হল– প্রথম মুম্বাই, দ্বিতীয় দিল্লি, তৃতীয় কলকাতা, চতুর্থ বেঙ্গালুরু, পঞ্চম চেন্নাই, ষষ্ঠ হায়দ্রাবাদ, সপ্তম পুনে, অষ্টম আহমেদাবাদ, নবম সুরাট এবং দশম বিশাখাপত্তনম।
প্রথম স্থানে অবস্থিত মুম্বাইয়ের জিডিপি হল ৩১০ বিলিয়ন ডলার। দেশের ৬% শুল্ক এবং ৩০% আয়কর এখান থেকেই সংগৃহীত হয়। দ্বিতীয় দিল্লির জিডিপি হলো ২৯৩.৬ বিলিয়ন ডলার এবং তৃতীয় কলকাতার জিডিপি হল ১৫০.১ বিলিয়ন ডলার। এখানে উল্লেখযোগ্য, প্রথম দশটি শহরের তালিকায় একমাত্র ভারতের রাজধানী দিল্লি ছাড়া উত্তর ভারতের আর কোনও শহর এই তালিকায় স্থান পায়নি। এর মধ্যে বেশির ভাগই দক্ষিণ ও মধ্য ভারতের শহর। পূর্ব ভারতের কলকাতা একমাত্র শহর যে, এই তালিকায় স্থান পেয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন