সমকালীন প্রতিবেদন : রবিবার ভার্চুয়াল পদ্ধতিতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙার গড়পাড়া বিধান স্মৃতি সংঘের পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাদের এবার ৪২ তম বর্ষ। এবারে তারা আন্দামানের জারোয়াদের জীবনযাত্রার উপর পুজোমন্ডপ সাজিয়ে তুলেছে।
গোবরডাঙা এলাকায় যে কটি বড় বাজেটের পুজোর আয়োজন হয়, তারমধ্যে অন্যতম গোবডাঙা গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। গত কয়েক বছর ধরে তারা নানা ধরনের চমকপ্রদ পুজো মন্ডপ তৈরি করে মানুষের মন কেড়ে নিচ্ছে। শুধুমাত্র গত বছর করোনা পরিস্থিতির কারণে অন্যান্যবারের থেকে তুলনায় ছোট আকারে পুজোর আয়োজন করে।
ক্লাব সম্পাদক শঙ্কর দত্ত জানান, 'করোনা পরিস্থিতি অনেকটা কমে যাওয়ায় আমরা এবছর সরকারি নিয়মবিধি মেনে আবার বড় বাজেটের পুজোর আয়োজন করেছি, এবছর আন্দামানের জারোয়াদের জীবনযাপনের উপর মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে।' জারোয়াদের জীবনযাত্রার সেই থিমকে পাটকাঠি, হোগলা পাতা, নারকেলের মালা, কয়েতবেল ইত্যাদি দিয়ে সাজিয়ে তুলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির শিল্পীরা। পঞ্চমীর বিকেলে সেই পুজো মন্ডপ ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন