সমকালীন প্রতিবেদন : বাংলাদেশে হিংসার ঘটনায় বনগাঁয় রাষ্ট্রীয় সংহতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হল। শনিবার দুপুরে বনগাঁর বাটা মোড় থেকে মিছিল শুরু করে পেট্রাপোল পর্যন্ত এই মিছিল যায়। মিছিলে পা মেলান দলের গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বনগাঁ বাটার মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেওয়া মানুষেরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে যশোর রোড ধরে প্রায় ৬ কিলোমিটার হেঁটে পেট্রাপোল স্থলবন্দর এলাকায় পৌঁছান। পেট্রাপোল বন্দরের ৩ নম্বর গেটের সামনে যশোর রোডের উপর রাস্তা আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ জওয়ানেরা।
সেখানে মিছিল আটকে দিতেই পুলিশ, বিএসএফের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বেশ কিছু সময় এই বিক্ষোভ চলে। আন্দোলনকারীরা জানান যে, তাঁরা বাংলাদেশ সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে সেখানে ধর্মীয় অত্যাচার বন্ধ করা হোক। এই সন্ত্রাস বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন