সৌদীপ ভট্টাচার্য : দুর্গাপুজোর পর এবার কালীপুজো দরজায় কড়া নাড়ছে। আর কালীপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজ সাজ রব উত্তর ২৪ পরগনার বারাসতে। করোনা আবহে সব বিধিনিষেধ মেনে থিম ও মণ্ডপসজ্জা দিয়ে শ্যামাপুজোর ৭২ তম বর্ষে এবার নজর কাড়তে চলেছে বারাসতের দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন। কালীপুজোয় এবার এই পুজো কমিটির থিম সবুজায়ন।
পুজোর পাশাপাশি দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের এবারের পুজো মণ্ডপে রাখবেন সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যানার। খুঁটিপুজো উপলক্ষ্যে রবিবারের সকালে পুজো কমিটির উদ্যোক্তা বিপ্লব রায় জানান,করোনা বিধিনিষেধ মেনেই সবদিক নজরে রেখে এবার বৃহৎ কলেবরে পুজো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা।
সেরা মণ্ডপসজ্জা ও স্থানীয় মৃৎশিল্পীর সমন্বয়ে বড় পুজোর উদ্যোগ নিয়ে দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের মু মূল লক্ষ্য অবশ্য বারাসতের সেরা কালীপুজোগুলির তালিকায় ঢুকে পড়া। কারণ বারাসতে কয়েকটি পুজো কমিটি বড় বাজেট থেকে পিছিয়ে এসেছে। বারাসতের অন্যতম প্রাচীন সার্বজনীন পুজো দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন এবার তাঁদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।
۔۔۔
উত্তরমুছুনএই মিথ্যে খবর করার জন্য কত টাকা পেয়েছেন দাদা ?
উত্তরমুছুনআপনি জানেন আপনার against এ মিথ্যে খবর প্রচার এর জন্য আমি আইনত ব্যবস্থা নিতে পারি ۔
যোগাযোগ করুন আমার সাথে
৬২৮৯৮১২৯৮৮ কিসের ৭২ বছরের পুজো কে এই বিশিষ্ট অ্যাডভোকেট আমি শুরু করেছিলাম পাড়ার দুটো বাচ্চা কে নিয়ে