Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বনগাঁর আয়রন গেটের পুজো উদ্বোধনে মদন মিত্র

 

Madan-Mitra-at-the-inauguration-of-Pujo

সমকালীন প্রতিবেদন : রবিবার বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬ তম দুর্গাপুজোর উদ্বোধন হলো। পুজো উদ্বোধন করতে এসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্র ও লাভলী মিত্র সহ অন্যান্যরা গান গেয়ে মাতিয়ে দিলেন। 


বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'কুমড়ো'‌ বলে কটাক্ষ করেন। গান করলেন 'কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢ্যাড়স, মূলো সব ব্যাক করছে।'‌ আরও বলেন, 'আমি বাংলার ত্রাস হতে চাই না। আমি চাই বিজেপি যখন দাঙ্গা করবে, তখন বনগাঁর ত্রাস হতে।'‌ 


এদিন মন্ডপের দ্বার ফিতে কেটে উদ্বোধন করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, '‌এই পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্নার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ডাকু এখন চেয়ারম্যান নেই। তাই বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না। ডাকুর আহ্বানে সাড়া দিয়ে আজকের এই পুজো উদ্বোধন করলাম। বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে ফেরা নেতাদের ঢ্যাড়স, মুলো বলে কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা গানের লাইন। যদিও ঢ্যাড়সগুলো আগে থেকে স্লিম হয়েছে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন