Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

স্মরণিকা প্রকাশের মাধ্যমে সমাপ্তি প্রণব কন্যার সুবর্ণ জয়ন্তীর

Golden-jubilee-of-Pranab-Konna

সৌদীপ ভট্টাচার্য :‌ হৃদয়পুর প্রণব কন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপন আজ সংঘের প্রধান কার্যালয়ে এক বিশেষ স্মরণিকা প্রকাশের মধ্যে দিয়ে।হৃদয়পুর প্রণব কন্যা সংঘ ১৯৭১ সাল থেকে অবিভক্ত ২৪ পরগনা জেলার প্রথম মহিলা সংগঠন হিসেবে মানব সেবায় কাজ করে আসছে। 


মূলত আর্ত, নিপীড়িত ও দু:‌স্থ মহিলাদের কর্মসংস্থানের মধ্যে দিয়ে স্বনির্ভর করে তোলা এবং কন্যা শিশুদের নিখরচায় শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাই প্রণব কন্যা সংঘের মূল লক্ষ্য। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে সূচনা হয় প্রণব কন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের। সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের সভাপতি মাধবানন্দজী মহারাজ।


গত এক বছর ধরে প্রণব কন্যার সঙ্গে সুবর্ণ জয়ন্তী উৎসব রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পালিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমনের জন্য সেই উৎসব বাতিল করা হয়। এদিন হৃদয়পুরে সংঘের প্রধান কার্যালয় দুর্গা মণ্ডপে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশিত হল। আর তারই মধ্যে দিয়ে শেষ হলো প্রণব কন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসব।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন