অভিমানে আত্মঘাতী
বাড়ির পাশেই হচ্ছে মেলা। কিন্তু মা বকাবকি করে ঘরে আটকে রাখেন ছেলেকে। আর সেই অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল বছর ১১র রাজীব গুহ। উত্তর ২৪ পরগনার অশোকনগর কাঁকপুল এলাকার ঘটনা। জানা গেছে, মঙ্গলবার সন্ধেয় রাজীব গুহ তার মায়ের কাছে বলে, পাশেই যে মেলা হয়েছে, সেখানে যাবে। কিন্তু রাজীবের মা সেখানে যেতে বারণ করেন। এর আগেও সে ওই মেলাতে গিয়েছে। এদিন ফের মেলায় যেতে চাইলে বকাবকি করে ঘরের ভিতরে আটকে রাখেন তার মা। কিছুক্ষণ পর কোনও আওয়াজ শুনতে না পেয়ে ঘরের দরজা খুলে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় জড়িয়ে আত্মঘাতী হয়েছে রাজীব। রাজীবকে তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে রাজীবের।
সড়ক অবরোধ
বারাসতের ময়না এলাকায় ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই অবরোধ। পরিবারের দাবি, এই মৃত্যু আত্মহত্যা নয়। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে লিয়াকত আলি নামে ওই ব্যবসায়ীকে। অবিলম্বে অপরাধীদের ধরে শাস্তির দাবি জানায় পরিবার। অবরোধে আটকে পড়ে উত্তরবঙ্গগামী বাস এবং অন্যান্য যানবাহন। প্রসঙ্গত, সোমবার ভোরবেলায় দত্তপুকুর সংলগ্ন পশ্চিম খিলকাপুরের স্থানীয় একটি বাগান থেকে লিয়াকত আলির মৃতদেহ উদ্ধার হয়। এরপর দত্তপুকুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। হাসপাতাল থেকে সেই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে পরিবার মৃতদেহ নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ময়না এলাকায় অবরোধ শুরু করে। পরবর্তীতে বারাসত থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন