দেহ উদ্ধার
এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার হাবরা থানার জয়গাছি এলাকায়। জয়গাছি সুপার মার্কেট সংলগ্ন একটি পুকুর দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে রয়েছে। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ স্থানীয় কয়েকজন ছোট ছোট ছেলে ওই পুকুরে মাছ ধরতে যায়। এই সময় তারা পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখে মাছ ধরার ছিপ দিয়ে আঘাত করতেই ভেসে ওঠে মৃতদেহটি। এর পরেই তারা বাড়ি গিয়ে খবর দেয়। খবর পেয়ে উৎসাহিত কিছু মানুষ পুকুরধারে এসে ভিড় করেন। খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশ দেহটিকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে জানা যায়, ওই মহিলার নাম রেনু দে (৬৯)। শনিবার বাড়ি থেকে বের হয় আর বাড়ি ফেরেন নি। বাড়ির লোকেরা হাবড়া থানায় নিখোঁজের ডায়েরিও করেন। এরপর আজ তাঁর মৃতদেহ উদ্ধার হল। কিভাবে তাঁর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মেগা যোগদান
পুরুলিয়ার জয়পুর ,সিন্দ্রি, চাষমোড় এলাকা থেকে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে প্রায় ৫০০ টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। পুরুলিয়ার চাষমোড়ে এদিন বিজয়া সম্মেলনীর মঞ্চে এই বড়োসড়ো যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। শুক্রবার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো সহ তৃণমূলের সর্বস্তরের নেতা ও কর্মীরা। এদিনের যোগদান কর্মসূচিতে শান্তিরাম মাহাতো বলেন, আজকের এই মেগা যোগদান কর্মসূচির ফলে তৃণমূল রৌপ্য গ্রাম পঞ্চায়েতের দখল নিতে চলেছে। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নে নিজেদেরকে সামিল করতে অন্য দলের নেতা, কর্মীরা দলে দলে তৃণমূলে যোগদান করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন