দেবাশীষ গোস্বামী : শেষ হল এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২১। কাতারের দোহায় ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২৫ তম এই এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। ভারত পুরুষ এবং মহিলা– দুই বিভাগেই অংশগ্রহন করেছিল।
পুরুষ বিভাগে ভারতীয় দল তৃতীয় স্থান এবং মহিলা বিভাগে পঞ্চম স্থান লাভ করে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই জাপান চ্যাম্পিয়ন হয়। দেশের জাতীয় গেমস ও বিশ্ব টেবিল টেনিসের কথা মাথায় রেখে টেবিল টেনিসে শক্তিধর চীন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি।
ভারতীয় পুরুষ দলের হয়ে যে সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা হলেন– শরথ কমল, সুনীল শেট্টি, হরমীত দেশাই, মানভ থাক্বর ও শাথিয়ান গুনশেখরন। ভারতীয় মহিলা দলের প্রতিযোগিরা হলেন– সুতীর্থা মুখার্জি, অহীকা মুখার্জি ও অর্চনা কামাথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন