সমকালীন প্রতিবেদন : ১০০ শতাংশ ভ্যাকসিন দিয়ে নজির গড়ল উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভা। আজ নিউ ব্যারাকপুর পুরসভার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে রাজ্যে রোজ নানরকম গোলমালের খবর লেগেই আছে। আর এমন পরিস্থিতিতে নিঃশব্দে, নীরবে একটি পুরসভা ১০০ শতাংশ ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করলো।
আকারে ছোট হলেও এই পুরসভাটি জনবহুল। এই পুরসভার প্রত্যেক নাগরিককে যারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাদেরকে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। আজ নিউ ব্যারাকপুর পুরসভার প্রশাসক প্রবীর সাহা সাংবাদিক বৈঠকে বলেন, আমরা এই কাজ স্বাস্থ্য কর্মী ও আরবান কমিটির সদস্যদের দ্ধারা সম্পন্ন করতে পেরেছি। তিনি এই কাজের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন