Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

বারাসতে ডাকাতির টাকার অনেকটাই উদ্ধার

 ‌

A-lot-of-the-robbery-money-was-recovered

সৌদীপ ভট্টাচার্য : ‌উত্তর ২৪ পরগনার সদর বারাসত থেকে বাইরের রাজ্যের মাছের গাড়িতে ডাকাতি হওয়া টাকার অনেকটাই উদ্ধার করতে সমর্থ হলো পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৫ দুষ্কৃতীকে। ধৃতদেরকে বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হয়।


জানা গেছে, দিন কয়েক আগে অন্ধ্রপ্রদেশ থেকে আসা মাছ বোঝাই একটি ট্রাক থেকে ৬০ লক্ষ টাকা ডাকাতি হয় বারাসতে। এই ডাকাতির ঘটনার তদন্তে নেমে বারাসত জেলা পুলিশ বুধবার রাতে নদীয়ার রানাঘাট থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদেরকে জেরা করে তাদের হেফাজত থেকে ডাকাতির ৬০ লক্ষ টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। 


এব্যাপারে বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ন মুখার্জী জানান, ধৃতদের জেরা করে ওই ঘটনায় আর কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতরা ওই ডাকাতির টাকা কোথায় নিয়ে যাচ্ছিল, তাও তাদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত ওই পাঁচ দুষ্কৃতীকে আদালতে তুলে বিচারকের নির্দেশে তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন