Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ১২ অক্টোবর, ২০২১

 

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৬৪ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলাদেশের দেওয়ানি সনদ লাভ করে। 

২) ১৯০৯ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার কলকাতায় বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করে। 

৩) ১৯৬২ খ্রিস্টাব্দে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে নেফায় প্রচণ্ড যুদ্ধ শুরু হয় ।

৪) ১৯৯৩ খ্রিস্টাব্দে হিরোশিমায় অনুষ্ঠিত মহিলাদের এশিয়ান পালতোলা নৌকা প্রতিযোগিতায় বীণা এস রৌপ্য পদক লাভ করে।

৫) আজকের দিনে জন্মেছিলেন প্রাক্তন পাঞ্জাবের গভর্নর ও ২০১০থেকে ২০১৫ চণ্ডীগড়ের মুখ্য প্রশাসক এস ভি পাটিল; দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সুশানী রাজারাম নাইডু; মালায়ালম সিনেমার অভিনেতা শৌভিন শাহির; তামিল ও হিন্দি সিনেমার অভিনেত্রী অক্ষরা হাসান; বাঙালি কবি, সমাজ সংস্কারক ও নারীবাদী লেখিকা কামিনী রায়; ভারতীয় ক্রিকেটার অশোক ভিন্নু মানকড় প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সোসালিস্ট নেতা রামমনোহর লোহিয়া; কেরলের গভর্নর সুকদেব সিং কাং প্রমুখ। 




আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৪৯২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাসের প্রথম অভিযান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাহামাতে শেষ হয়। 

২) ১৭৯২ খ্রিস্টাব্দে নিউইয়র্ক সিটিতে প্রথম 'কলম্বাস দিবস ' উদযাপন করা হয়। 

৩) ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্লেমিশ ও লুক্সেমবার্গীয় কৃষকরা ফরাসি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যা 'কৃষক যুদ্ধ' নামে পরিচিত। 

৪) ১৯০১ খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট রুজভেল্ট মার্কিন প্রশাসনের সদর দপ্তর 'এক্সিকিউটিভ ম্যানসন ' এর নাম পরিবর্তন করে রাখেন 'হোয়াইট হাউস'।

৫) ১৯৬৩ খ্রিস্টাব্দে ২৩বছর কারাগারে বন্দী থাকার পর জেসুইট মিশনারি ওয়াল্টার সিজ্যাককে সোভিয়েত ইউনিয়নের সরকার মুক্তি দেয়। 

৬) ১৯৯৯ খ্রিস্টাব্দে একটি রক্তপাতহীন ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানে নওয়াজ শরিফের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন জেনারেল পারভেজ মুশারফ। 

৭) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ দার্শনিক হেনরি মোর; আমেরিকান রাজনীতিক জর্জ থর্ন; নোবেল জয়ী ইংরেজ বায়োকেমিস্ট আর্থার হার্ডেন; নোবেল জয়ী ইতালিয়ান সাহিত্যিক ইউজেনিও মনটেলে; আমেরিকান বক্সার গুলি পেট্রোনেলি প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন জাপানি চিত্রকর হিরোসিঙ্গে; নোবেল জয়ী ফরাসি সাংবাদিক আনাতোলে ফ্রাসে; নোবেল জয়ী সুইস চিকিৎসক পল হারমান মুলার; রুশ–ফরাসি চিত্রকর সের্গে পোলিয়াকফ; অস্ট্রেলিয়ান পর্বতারোহী পিটার আফসেনেইটার প্রমুখ। 

স্মরণীয় আজ : আজ মহাসপ্তমী: দেবী দুর্গার আরাধনায় মুখরিত বাংলা সহ সারা বিশ্বের নানা প্রান্তর, বাহামাতে আবিষ্কার দিবস, নিরক্ষীয় গায়ানার স্বাধীনতা দিবস, আমেরিকায় জাতীয় কৃষক দিবস, আজ আন্তর্জাতিক মুক্তচিন্তা দিবস, বিশ্ব আর্থারাইটিস দিবস।

সংকলক : স্বপন ঘোষ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন