সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানা এলাকার হাবরা স্টেট ব্যাংক সংলগ্ন একটি ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনা ঘটলো। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্টেট ব্যাংকের সামনে থাকা একটি ট্রান্সফর্মারে আগুন দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। তড়িঘড়ি হাবরার দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, হাবরা শহরের যে বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার রয়েছে, দীর্ঘদিন তার রক্ষণাবেক্ষণ হয় না। কয়েকদিন আগেও হাবরার নগরউখড়া মোড় এলাকায় একটি ট্রান্সফর্মারে হঠাৎ আগুন লেগে যায়। উল্লেখ্য, দিন দুই আগে বনগাঁতেও একই ধরনের ঘটনা ঘটে।
এর পাশাপাশি, শুক্রবার রাতে অশোকনগর থানা এলাকাতেও একটি ট্রান্সফর্মারে আগুন লেগে বেশ কয়েক বাড়ির জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আহত হন এক মহিলা। একের পর এক ট্রান্সফর্মারে এইভাবে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন হাবরা, অশোকনগরের বাসিন্দারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন