বাড়িতে আগুন
বিজেপি কর্মীর বাড়ির গোয়ালঘর ও কাঠের গাদায় আগুন লাগানোর ঘটনা ঘটলো। ওই বিজেপি কর্মী ও তার পরিবারের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বৈকারা এলাকায়। ওই বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ দত্ত। আগুন লাগানোর ঘটনা তদন্ত চেয়ে গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। পাশাপাশি, যশোর রোড সংলগ্ন তাদের দীর্ঘ ৪০ বছর ধরে দখলে থাকা জমি জবরদখল করে তৃণমূলের ঝাণ্ডা লাগিয়ে পার্টি অফিস তৈরি করেছে বলেও অভিযোগ তুলেছে দত্ত পরিবার৷ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, তারা নিজেরা আগুন লাগিয়ে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। গোয়ালঘর, কাঠের গলায় আগুনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
নাবালিকা ধর্ষণ
১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার বাবার বন্ধুকে। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার রেল ব্রিজ কলোনি এলাকার ঘটনা। কিশোরীর মা মারা গেছেন অনেকদিন আগেই। ৩ মাস আগে বাবাও মারা গেছেন নাবালিকার। গোবরডাঙা রেল ব্রিজ লাগোয়া এলাকায় থাকে নাবালিকা। দুমাস আগে দীপঙ্কর মজুমদার ওরফে সাহেব নামে অভিযুক্ত ব্যক্তি তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেকথা কাউকে বললে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত। ফলে নাবালিকা সেকথা কাউকে বলেনি। দুদিন আগে তার শারীরিক সমস্যা হাওয়ায় তাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে জানতে পারেন, নাবালিকা অন্তঃসত্ত্বা। তখনই নাবালিকা ও তার দিদা গোবরডাঙা থানার দ্বারস্থ হন। দীপঙ্কর মজুমদারের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন