বিজেপি ছেড়ে তৃণমূলে
হাজারের বেশি কর্মী, সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা বনগাঁর কালুপুর বাজারে এক যোগদান মেলায় কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় বারোশো বিজেপি কর্মী, সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার। উপস্থিত ছিলেন বনগাঁর মহিলা তৃণমূলের সভানেত্রী ইলা বাগচী, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজীব চৌধুরী সহ স্থানীয় নেতৃত্ব। আলো রানী সরকার বলেন, দু'জন পঞ্চায়েত সদস্য ও বিজেপির অটো, টোটো ইউনিয়ন সহ মোট বারোশো বিজেপি কর্মী, সমর্থক তৃণমূলে যোগদান করেছেন। যোগদানকারীরা বলেন, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছে না। ওখানে দলবাজি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নেই। তাই মমতা ব্যানার্জীর উন্নয়নের শামিল হতে তৃণমূলে যোগদান করা।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ছয়ঘড়িয়া এলাকায়। এক মহিলার অভিযোগ, হাবরা থানার অন্তর্গত বারইহাটি গ্রামের বাসিন্দা শেখ আসিফউদ্দিন আহমেদ নামে এক যুবক দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে। শুধু তাই নয়, মহিলার সঙ্গে সহবাসের অশ্লীল ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। বিয়ে করার কথা বললে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই ওই মহিলা হাবরা থানায় লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শেখ আসিফউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে হাবরা থানা পুলিশ। আজ তাকে বারাসত আদালতে পাঠানো হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন