জলে ডুবে মৃত্যু
দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নয়াগোপালগঞ্জ এলাকায়। মৃত ছাত্রের নাম অঙ্কিত পোদ্দার। সে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের বাবা তারক মজুমদার একটি নার্সিং হোমের কর্মী। অঙ্কিত একমাত্র সন্তান। এদিন প্রতিবেশী বসন্ত মজুমদারের বাড়ির পুজোর বিসর্জনে গিয়েছিল অঙ্কিত।মজুমদার বাড়ির ভেতরের পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছিল। ঠাকুর বিসর্জনের পর স্থানীয়রা অঙ্কিত কে খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুক্ষণ পর পুকুরের জল থেকে অঙ্কিতকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠান স্থানীয়রা। ততক্ষণে অবশ্য সব শেষ।
বিষধর সাপ উদ্ধার
উত্তর ২৪ পরগনার আমডাঙায় ফের প্রচুর বিষধর সাপ উদ্ধার হল। শনিবার রায়পুর গ্রামে পরিত্যক্ত মাটির ঘর থেকে প্রায় ৪০ কেউটে সাপ উদ্ধার হয়। একই সঙ্গে উদ্ধার হয় ১০ টি সাপের ডিমও। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই মাটির ঘরে আরও বিষধর সাপ রয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এদিন ঘরের মাটি কাটার সময় এই বিষধর সাপগুলি নজরে আসে বাড়ি মালিকের। তারপর মাটি কাটার কাজ বন্ধ করে বন দপ্তরে খবর দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন