Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১২ সেপ্টেম্বর ২০২১

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৮৬ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কলকাতায় আসেন এবং গভর্নর জেনারেল ও প্রধান সেনাপতির পদ গ্রহণ করেন। 

২) ১৯২৩ খ্রিস্টাব্দে দিল্লিতে কংগ্রেসের জরুরী অধিবেশনে মৌলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়, একদল গঠনমূলক কাজে আত্মনিয়োগ করবেন ও অপরদল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

৩) ১৯৪৮ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দখলের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে। 

৪) ১৯৬৬ খ্রিস্টাব্দে ভারতীয় সাঁতারু মিহির সেন দার্দানালেস প্রণালী সাঁতরে অতিক্রম করেন। 

৫) আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; ভারতীয় স্বাধীনতা সংগ্রামী; সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফিরোজ গান্ধী; ভারতীয় অভিনেতা কে নটরাজন;  রাইফেল শ্যুটার তেজস্বীনী সায়ন্ত প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহ; গুজরাতের মুখ্যমন্ত্রী হিতেন্দ্র কে দেশাই; সুপ্রিম কোর্টের বিচারপতি রণজিৎ সিং সারকারিয়া; ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৮৪৮ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা হয়। 

২) ১৮৯০ খ্রিস্টাব্দে সালিসবুরি ও রোডেশিয়া দেশের জন্ম হয়। 

৩) ১৯৪০ খ্রিস্টাব্দে ফ্রান্সের লাসকাস্ক এ সুপ্রাচীন গুহাচিত্র আবিষ্কৃত হয়। 

৪) ১৯৫৯ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন চাঁদে লুনিক ২ নামে রকেট পাঠায়। 

৪) ১৯৮০ খ্রিস্টাব্দে তুরস্কে সামরিক  ষড়যন্ত্র সংঘটিত হয়। 

৫) ২০১১ খ্রিস্টাব্দে ৯/১১ এর ঘটনার স্মরণে নিউইয়র্ক শহরে মিউজিয়াম উন্মুক্ত করা হয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন জার্মান লেখক জোহান হেনরিখ জান; পোলিশ অভিনেতা পাওয়েল ওয়ারলো; নোবেল বিজয়ী ফরাসি কেমিস্ট আইরেন জোলিয়ট ক্যুরি; আমেরিকান গণিতবিদ হাস্কেল ক্যুরি; ইংরেজ অভিনেতা ইয়ান হোম প্রমুখ।

৭) আজকের দিনে প্রয়াত হন জর্জীয়ান কবি ইলা চাভাচাভাজ; জার্মান চিকিৎসক কার্ল হারমান; আমেরিকান গলফার ওয়ালটার ইগান; আমেরিকান নোবেল জয়ী কৃষি বিজ্ঞানী নর্মান বোরলাং প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে জ্যেষ্ঠ গৌরী আবাহন, স্কন্দ ষষ্ঠী রাশিয়াতে বুৎপত্তি দিবস, কেপ ভার্দে তে জাতীয় দিবস, আমেরিকাতে জাতীয় উৎসাহবর্ধক দিবস। 

সংকলক : স্বপন ঘোষ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন