সমকালীন প্রতিবেদন : বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয় নিয়ে দলীয় স্তরের বৈঠকে আপাতত সমাধান সূত্র মিলল না। মঙ্গলবার পঞ্চায়েতের সমস্ত সদস্যদের নিয়ে ফের বৈঠকে বসবে দলীয় নেতৃত্ব। দলীয় সূত্রে এমনই জানা গেছে।
সোমবার সকালে আচমকাই বনগাঁ ব্লক অফিসে উপস্থিত হয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন প্রসেনজিৎ ঘোষ। সেই পত্রে তিনি ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন। এই ঘটনার পরই বনগাঁর রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়। এমনকি প্রসেনজিৎ ঘোষকে ফিরিয়ে আনার দাবিতে একদল মানুষ জয়ন্তীপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধও করেন।
এই বিষয়ে সুষ্ঠ মীমাংসার জন্য সোমবার বিকেলে গাইঘাটার মন্ডলপাড়ায় তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরাণী সরকার, চেয়ারম্যান শঙ্কর দত্তর নেতৃত্বে নিজেদের মধ্যে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পরেও সেইভাবে সমাধান সূত্র বের হয় নি।
সেই কারণে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ১০ টায় বনগাঁর পূর্ত দপ্তরের বাংলোয় ফের বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব। সেখানে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সহ মোট ১৭ জন সজস্যেরই উপস্থিত থাকার কথা রয়েছে। তৃণমূল নেতৃত্বের আশা, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে, অভিমান ভুলে সুষ্ঠ সমাধান সূত্র বেরিয়ে আসবে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দলের কর্মী তথা ছয়ঘরিয়া এলাকার মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন