ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৫৭৩ খ্রিস্টাব্দে সম্রাট আকবর আহমেদাবাদের যুদ্ধে জয়ী হয়ে গুজরাত রাজ্যের দখল নেন।
২) ১৮৫৯ খ্রিস্টাব্দে এক তীব্র সৌরঝড় বৈদ্যুতিক টেলিগ্রাফ ব্যবস্থাকে বিপর্যস্ত করে।
৩) ১৯৩৩ খ্রিস্টাব্দে মেদিনীপুর শহরে ফুটবল খেলার মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বি বার্জকে দুজন যুবক গুলি করে হত্যা করেন। দেহরক্ষীদের গুলিতে অনাথবন্ধু পাঁজা ঘটনাস্থলেই মারা যান এবং মৃগেন দত্ত আহত হন। ঘটনাস্থলেই আরও কয়েকজন ধরা পড়েন, যাঁরা সকলেই বি ভি দলের সদস্য।
৪) ১৯৪৬ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকার কার্যভার গ্রহণ করে।
৫) ১৯৫৮ খ্রিস্টাব্দে জাতীয় প্রতিরক্ষা শিক্ষা আইন বলবৎ হয়।
৬) ১৯৭০ খ্রিস্টাব্দে কন্যাকুমারীকাতে বিবেকানন্দ শিলাসৌধের উদ্বোধন করেন রাষ্ট্রপতি ভি ভি গিরি।
৭) ১৯৯৮ খ্রিস্টাব্দে পাইলট বিহীন প্রশিক্ষণ বিমান 'নিশান্ত' এর সফল উড়ান ঘটে।
৮) ১৯৮৫ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সরকারি চলচ্চিত্র কেন্দ্র 'নন্দন' এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও উদ্বোধন করেন বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়।
৯) আজকের দিনে জন্মেছিলেন হিন্দু দার্শনিক ভক্তিবিনোদ ঠাকুর; ভারতীয় সমাজ সংস্কারক টি কে মাধবন; বৈষ্ণব ধর্মীয় নেতা গৌরগোবিন্দ স্বামী; ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সাধনা শিবদাসানী; পাঞ্জাবের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ খুরানা; ভারতীয় ধর্মীয় ব্যক্তিত্ব স্বরূপানন্দ সরস্বতী; কথ্থক নৃত্যশিল্পী শোভনা নারায়ণ; ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার ইশান্ত শর্ম্মা প্রমুখ।
১০) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় অভিনেতা ইশাক বক্স; পাঞ্জাবী কবি আহমেদ রাহী; অন্ধ্রপ্রদেশের ১৪ তম মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি; তেলেগু লেখক এন রামমোহন রাও প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৯৬২ আমেরিকার গৃহযুদ্ধ নিয়ন্ত্রণের জন্য প্রেসিডেন্ট লিঙ্কন সেনাপ্রধান জর্জ বি ম্যাকলেনকে পূর্ণ স্বাধীনতা দেন।
২) ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো–প্রাশিয় সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন পরাজিত হন এবং তাঁর এক লক্ষ সৈন্য কারারুদ্ধ হয়।
৩) ১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোকিও উপসাগরে জাপান আমেরিকান নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
৪) ১৯৫৭ খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন দিন দিয়েম রাষ্ট্রের প্রথম প্রতিনিধি হিসাবে অস্ট্রেলিয়া সফরে যান।
৫) ১৯৭০ খ্রিস্টাব্দে নাসা অ্যাপোলো ১৫ এবং অ্যাপোলো ১৯ এর চন্দ্রাভিযান বাতিল বলে ঘোষণা করে।
৬) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি গণিতবিদ রেনেট থম; কেনিয়ার শিক্ষাবিদ ও রাষ্ট্রপতি ড্যানিয়েল আরাপ মই; কানাডিয়ান শিক্ষাবিদ জিম জর্ডন; জার্মান ফটোগ্রাফার হিলা বেচার; ব্রিটিশ রাষ্ট্রদূত লিওনার্ড অ্যাপলেয়ার্ড; আমেরিকান গায়ক জিও সিমন প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন ফরাসি ইতিহাসবিদ প্যারিস ডে কিউবারটিন; আমেরিকান প্রত্নতাত্ত্বিক সিলভেনাস মোরলে; পোলিশ কবি স্প্যানিশল গ্রোচোইয়াক; শ্রীলঙ্কার তামিল রাজনীতিক ভি ধর্মালিঙ্গম প্রমুখ।
স্মরণীয় আজ : বিশ্ব নারিকেল দিবস, তিব্বতে গণতন্ত্র দিবস, ভিয়েতনামে জাতীয় দিবস, আমেরিকাতে Victory over Japan Day, National Blueberry Popsicle Day.
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন