ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৮৮৮ খ্রিস্টাব্দের আজকের দিনে আইন শিক্ষার উদ্দেশ্যে গান্ধিজি ইংল্যান্ড যাত্রা করেন।২) ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হয়। সভাপতিত্ব করেন লালা লাজপৎ রায়।
৩) ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর জেলে অনশনরত বন্দি বিপ্লবী যতীন দাসকে কারা কর্তৃপক্ষ বহুবার খাওয়াবার চেষ্টা করেও ব্যর্থ হন। যতীন দাসকে জেল কর্তৃপক্ষ শর্তাধীনে মুক্তি দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেন। যতীন দাসের সমর্থনে অনশন ধর্মঘট শুরু করেন ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, অজয় কুমার ঘোষ, জিতেন সান্যাল, শিব বর্মা ও বিজয় কুমার সিনহা।
৪) ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের কয়না জলাধারে বিপুল জলের চাপে ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়। ভারতে এই ধরণের ভূমিকম্প এই প্রথম। এরফলে কমপক্ষে ২০০ মানুষের মৃত্যু হয়।
৫) ১৯৭৯ খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর তাঁর তৃতীয় দ্বিশত রানটি করেন (ওভাল, ইংল্যান্ড)।
৬) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় জাতীয়তাবাদী নেতা দাদাভাই নওরোজি; ভারতীয় বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত; আমেরিকায় কর্মাভিজ্ঞতাসম্পন্ন ভারতীয় রাষ্ট্রদূত ব্রজকুমার নেহেরু; স্বাধীনতা সংগ্রামী রামকিশোর শুক্লা; দার্শনিক এস কে রামচন্দ্র রাও; চিত্রাভিনেতা ঋষি কাপুর; ভারতীয় রাজনীতিক সুশীল কুমার শিণ্ডে; ভারতীয় ক্রিকেটার কীরণ মোরে প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন রাজস্হানে জীবন্ত অগ্নিদগ্ধ রূপ কানোয়ার; হিন্দি কবি ধরমবীর ভারতী; হিন্দি চলচ্চিত্র অভিনেতা মুকরি প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৬৬৬ খ্রিস্টাব্দের আজকের দিনে লন্ডনের অগ্নিকাণ্ড পৃথিবীর সর্বকালের ভয়াবহতম অগ্নিকাণ্ডের অন্যতম।
২) ১৮৮৮ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম রেজিস্টার্ড ব্র্যান্ড হিসাবে 'কোডাক' তার ক্যামেরা বাজারে নিয়ে আসে।
৩) ১৯১৯ খ্রিস্টাব্দে আনাতোলিয়া ও থ্রেসের ভবিষ্যত নির্ধারণের জন্য প্রজাতান্ত্রিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্ক সিভাস এ এক সম্মেলনের আয়োজন করেন।
৪) ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম আন্ত:মহাদেশীয় টেলিভিশন সম্প্রচার শুরু হয় আমেরিকার সানফ্রান্সিসকো শহর থেকে।
৫) ১৯৭০ খ্রিস্টাব্দে সালভাদোর অ্যালেনডি চিলির রাষ্ট্রপতি নির্বাচিত হন।
৬) ১৯৭২ খ্রিস্টাব্দে মার্ক স্পিজ বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে একটি অলিম্পিকেই সর্বাধিক সাতটি পদক জয়ের দৃষ্টান্ত স্থাপন করেন।
৭) ১৯৯৮ খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ ও সার্গে ব্র্রিন গুগুল (Google) প্রতিষ্ঠা করেন।
৮) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ অভিনেতা বিল কেনরাইট; আমেরিকান গায়ক ড্যারিল কটন; সুইডেনের উপ প্রধানমন্ত্রী ম্যারিটা উল্ভসকগ; নোবেল পুরস্কার বিজয়ী জাপানি চিকিৎসক শিনয়া ইয়ামানাকা; কানাডিয়ান প্রাণীবিদ্যাবিশারদ ডেভ স্যালমনি প্রমুখ।
৯) আজকের দিনে প্রয়াত হন ফরাসি কবি চার্লস পেগুই; ফ্রান্সের রাষ্ট্রপতি রবার্ট স্কুম্যান; ইউক্রনের কবি ভ্যাসিল স্টাস; আমেরিকান অভিনেতা টম ট্রায়ন প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে শনি ত্রয়োদশী ব্রত, আর্জেন্টিনার ইমিগ্র্যান্টস ডে, আমেরিকায় নিউজপেপার ক্যারিয়ার ডে।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন