Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১১ সেপ্টেম্বর ২০২১

Today-in-history

ইতিহাসে আজ 


জাতীয় প্রেক্ষিত :

১) ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের জের হিসাবে পুরুলিয়া ট্রেজারি থেকে এক লক্ষেরও বেশি টাকা বিদ্রোহীরা লুঠ করে। এর জের হিসাবে বিভিন্ন সেনাদলে ছড়িয়ে থাকা শিখ সৈন্য নিয়ে ক্যাপ্টেন জি এন ওক্স পুনরায় পুরুলিয়া দখল করেন। 

২) ১৮৯৭ খ্রিস্টাব্দে শিকাগো ধর্মমহাসভায় স্বামী বিবেকানন্দ প্রথম বক্তৃতা দেন। 

৩) ১৯০৬ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় কর্মরত ভারতীয়দের ওপর শ্বেতাঙ্গ সরকারের অত্যাচারের প্রতিবাদে গান্ধীজী অহিংস সত্যাগ্রহ আন্দোলন আজকের দিনে প্রথমবার শুরু করেন। 

৪) ১৯৩১ খ্রিস্টাব্দে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক শুরু হয়। কংগ্রেসের প্রতিনিধি হিসাবে মহাত্মা গান্ধী ওই বৈঠকে যোগ দেন। 

৫) ১৯৪৮ খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার জীবনাবসান ঘটে। 

৬) আজকের দিনে জন্মেছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং মাদ্রাজ প্রেসিডেন্সির মুখ্যমন্ত্রী পি সুব্বারায়ান; গান্ধী–অনুগামী এবং মানবাধিকার কর্মী বিনোবা ভাবে; প্রখ্যাত ক্রিকেটার লালা অমরনাথ; পারকাশন শিল্পী কে মানি; লোকসংগীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য; আর এস এস এর মুখ্য কর্ণধার মোহন ভাগবত প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন তামিল লেখক ও কবি সুব্রহ্মণ্য ভারতী; প্রথম যুগের ভারতীয় ক্রিকেটার সোরাবজি চোলা; হিন্দি কবি মহাদেবী ভার্মা; ক্রীড়া ব্যক্তিত্ব স্টিফেন ডি' সুজা প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) আমেরিকান নৌবাহিনী হন্ডুরাস আক্রমণ করে।

২) ১৯৪১ পেন্টাগণের নির্মাণ শুরু হয়। 

৩) ১৯৬৫ খ্রিস্টাব্দে ভারত–পাকিস্তান যুদ্ধে ভারতীয় বাহিনীর লাহোরের দক্ষিণ–পূর্বের বুরকি'র দখল নেয়। 

৪) ১৯৭১ খ্রিস্টাব্দে মিশরের সংবিধান আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। 

৫) ২০০১ খ্রিস্টাব্দের আজকের দিনে একদল সুসংগঠিত আল–কায়দা সন্ত্রাসবাদী চারটি বিমান হাইজ্যাক করে আমেরিকার নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওপর সরাসরি আত্মঘাতী হামলা চালায়। এই আক্রমণে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পাশাপাশি ২৯৭৭ জন মানুষ নিহত হন। 

৬) আজকের দিনে জন্মেছিলেন লাটভিয়ান কবি রেইনিস; ইংরেজ ঔপন্যাসিক ডি এইচ লরেন্স; আমেরিকান ঐতিহাসিক উইলিয়াম থমাস ওয়ালস; আমেরিকান অভিনেত্রী বেটসি ডার্ক; জার্মান ঐতিহাসিক এইচ ইউ ওহেলার প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন বুলগেরিয়ান চিকিৎসক ক্রিশ্চিয়ান রাকোভস্কি; আমেরিকান জ্যোতির্বিদ ম্যারি প্রোক্টর; আমেরিকান শিক্ষাবিদ রালফ সি স্মিডলি; চিলির প্রেসিডেন্ট সালভাদোর অ্যালেনডে প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে ঋষি পঞ্চমী, সম্বৎসরী পর্ব, নুয়াখাই পার্বন ক্যাটালোনিয়াতে জাতীয় দিবস, আমেরিকাতে ৯/‌১১ হামলার স্মরণ দিবস, আমেরিকাতে দেশপ্রেম দিবস, আর্জেন্টিনাতে শিক্ষক দিবস। 

সংকলক : স্বপন ঘোষ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন