Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

উৎকন্ঠার অবসান, আফগানিস্তান থেকে ঘরে ফিরলেন গোপালনগরের যুবক

 

The-young-man-from-Gopalnagar-returned-home

সমকালীন প্রতিবেদন : ‌সমস্ত উৎকন্ঠা কাটিয়ে অবশেষে আফগানিস্তান থেকে নিজের বাড়িতে ফিরলেন উত্তর ২৪ পরগনার গোপালনগরের রামশঙ্করপুরের বাসিন্দা জয়ন্ত বিশ্বাস। তাঁর ফেরার ঘটনায় খুশি ছড়িয়ে পরলো পরিবারের সদস্যদের মুখে। তিনি বাড়ি ফিরতেই মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন তাঁর স্ত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে মার্কিন ন্যাটো বাহিনীর জওয়ানদের খাবার সরবরাহ করতে রান্নার কাজ নিয়ে আফগানিস্তান গিয়েছিলেন গোপালনগরের রামশঙ্করপুরের বাসিন্দা জয়ন্ত বিশ্বাস। আফগানিস্তান তালিবানদের দখলে যেতেই সেখানে আতঙ্ক ছড়িয়ে পরে। চিন্তিত হয়ে পরেন জয়ন্তর পরিবারের সদস্যরাও। 

সেখানে রামশঙ্করপুরের ৪ ব্যক্তি আটকে পরেছিলেন। পরিস্থিতি অনুকুলে আসতেই সেখানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু হয়। সেখেত্রে আগে গোপালনগরের তিনজনকে ফেরানো হয়েছিল। পরবর্তীতে ২৬ আগস্ট কাবুল থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসা হয় জয়ন্তকে। ১৪ দিন কোয়ারেন্টাইন থাকার পরে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে ফিরতে সমর্থ হন জয়ন্ত। তাঁর ফিরে আসার ঘটনায় খুবই খুশি পরিবারের সদস্যরা। 

জয়ন্ত বিশ্বাস বাড়িতে ফিরতেই তাঁর স্ত্রী মল্লিকা বিশ্বাস খুশিতে মিষ্টি খাইয়ে তাঁকে স্বাগত জানান। জয়ন্ত জানালেন, দায়বদ্ধতার কারণেই মার্কিন সেনাদের খাবার তৈরি করতে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে ছিলেন। মার্কিন সেনারা ফের ডাকলে তিনি আফগানিস্থানে যেতে মানসিকভাবে প্রস্তুত। তবে তিনি উপলব্ধি করেছেন তালিবানরা কতটা ভয়ঙ্কর। নিজে চোখে জয়ন্ত দেখেছেন, তালিবানদের ভয়ে কাবুল বিমানবন্দরে আফগানিস্তানের বাসিন্দারা কিভাবে প্রাণভয়ে ছোটাছুটি করেছেন। বাড়ি ফিরে এখন সবটাই তাঁর কাছে দু:‌স্বপ্ন বলে মনে হচ্ছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন