বিলক্ষণ
দ্বিতীয়া গোস্বামী
শতাধিক পাথরের মায়ায়, শিথিল হওয়া
স্রোতস্বিনী,
বিলক্ষণ জানে তাদের অব্যক্ত ব্যাকুল
নির্ভরতা;
সুবাসিত কুসুমেরাও যখন অকৃত্রিমতায়
দোলা দেয়,
তাদের ঘ্রাণের আকর্ষ মধুলোভীকে
বিলক্ষণ ডাকে।
শেষ হয়ে আসা মোমের স্পৃহাও বিদায়
জানান দেয়,
গলে যাওয়া দেহে একবার মাথা উঁচু করে
বিলক্ষণ।
আবহমান কালের মৃদঙ্গ বাজে, এগিয়ে
যাওয়ার আভাস
বিলক্ষণ নীরবে দিয়ে যাওয়ার মাঝে।
তবুও তাল কাটে-
যখন মান ও হুঁশের বিচক্ষণতা হেরে যায়,
অযাচিতভাবে শেষ লহমায় এক মুহূর্তে
বিলক্ষণ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন