সমকালীন প্রতিবেদন : না, এবারেও হলো না। অনেকেই আশা করেছিলেন, এবার বোধহয় পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা হবে এবং দাম কমানো হবে।
বহু প্রতীক্ষিত ৪৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠক আজ লখনৌতে বসেছিল। এই বৈঠকে পেট্রোল, ডিজেলের দাম কমানোর জন্য আশা করা হয়েছিল যে, এদেরকে জিএসটির আওতায় আনা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
বেশ কিছুদিন যাবতই পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য অনেকেই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি জানান। সেই জন্য এবারের জিএসটি কাউন্সিলের বৈঠকের দিকে অনেকেই তাকিয়ে ছিলেন।
বৈঠক শেষে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'জিএসটি কাউন্সিলের অধিকাংশ সদস্য না চাওয়ার কারণে এবার পেট্রোল, ডিজেলকে জি এস টির আওতায় আনা হলো না। তাছাড়া পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় আনার এখনই সঠিক সময় নয়।'
যেহেতু কেরালা হাইকোর্ট একটি নির্দেশ দিয়ে বলেছিল, জিএসটি কাউন্সিল যেন পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় এনে পেট্রোল, ডিজেলের দাম কমানোর জন্য আলোচনা করে। সীতারামন বলেন, 'আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু আমরা কেরালা হাইকোর্টকে জানিয়ে দেবো।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন