Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বনগাঁয় ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

 

Leaving-the-BJP-to-the-TMC

সমকালীন প্রতিবেদন : ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কর্মসূচি অনুষ্ঠিত হলো বনগাঁয়। সোমবার দুপুরে রামনগর রোড এলাকায় এই কর্মসূচিতে বিজেপি আইটি সেল সহ প্রায় ৭০০ নেতা, কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি তৃণমূলের। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি আলোরাণী সরকার, চেয়ারম্যান শঙ্কর দত্ত, আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ শহর তৃণমূল সভাপতি দিলীপ দাস, গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

এদিন বিজেপির আইটি সেলের প্রায় ১০০ জন নেতা, কর্মী সহ বিজেপির বিভিন্ন স্তরের ৭০০ জন নেতা, কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেছে তৃণমূল। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান জেলা সভাপতি, চেয়ারম্যান সহ অন্যান্যরা। যদিও এদিনর যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন না সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বিধায়ক বিশ্বজিৎ দাস।

এদিনের যোগদান কর্মসূচি প্রসঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা ব্যক্তিদের বক্তব্য, 'বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। তাই সেখানে সুষ্ঠ ভাবে কাজ করা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে আমরা মমতা ব্যানার্জীর উন্নয়নের সাক্ষী হতে তৃণমূলে যোগদান করলাম।'

অন্যদিকে, এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার বলেন, 'বিজেপিতে কোনও সুস্থ মানুষ থাকতে পারে না। সেই কারণে প্রতিদিনই দলে দলে বিজেপি নেতা, কর্মীরা মমতা ব্যানার্জির কাজের সঙ্গী হতে চাইছেন। এদিন তারই ধারাবাহিকতা বজায় থাকলো।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন