Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

গাইঘাটায় তৃণমূলে যোগদান হাজারের বেশি কর্মী, সমর্থকের

 

Join-the-TMC-in-Gaighata

সমকালীন প্রতিবেদন : ‌ফের মোগা যোগদান তৃণমূলে। মঙ্গলবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর গার্লস হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার পদাধিকারীদের সম্বর্ধনা প্রদান ও যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে গাইঘাটা এলাকার একাধিক রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দিলেন হাজারের বেশি কর্মী, সমর্থক। এমনই দাবি তৃণমূল নেতৃত্বের। এই যোগদান মেলায় তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, চেয়ারম্যান শংকর দত্ত, গাইঘাটার তৃণমূল নেতা গোবান্দ দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন অন্যান্য দল থেকে আসা প্রায় ১১৫০ জন সদস্য। 

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার জানিয়েছেন, বিজেপির নেতারা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। সেই কারণে সৎ লোকেরা বিজেপিতে থেকে কাজ করতে পারছেন না। তাই তাঁরা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে এমন আরও বড় চমক অপেক্ষা করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করা বিজেপি নেতা অজিত বিশ্বাস জানিয়েছেন, 'মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপি ক্ষমতায় থেকে মানুষকে শুধু অজুহাত দেয়। অজুহাত দিলে তো হবে না। কর্ম করতে হবে। আমরা তাই কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।'

এব্যাপারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল জানান, 'সক্রিয়ভাবে যারা বিজেপি করেন, তারা কেউ দলত্যাগ করেন নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর যারা দলে এসেছিলেন, তারাই দলে থেকে দলের ক্ষতি করছিলেন। আর তারাই চলে গিয়েছেন। ১১০০ নয়, ১০–১১ জন যোগদান করেছেন। তৃণমূল দুটো শূন্য বাড়িয়ে দিয়েছে।'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন