Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

‌আগামী বছর থেকে আইপিএল ১০ দলের

IPL-10-teams

দেবাশীষ গোস্বামী : ‌ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা সংক্ষেপে বিসিসিআই বিশ্বের একটি অন্যতম ধনী ক্রীড়া সংস্থা। বিসিসিআই পরিচালিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (‌আইপিএল)‌‌ ভারতের সবচেয়ে অভিজাত ক্রিকেট প্রতিযোগিতা।


করোনা মহামারীর কারণে গত বছর এই প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়। এবছর এই প্রতিযোগিতাটি ভারতে শুরু হলেও করোনার কারণে শেষ করা সম্ভব হয়নি। সেই জন্য অবশিষ্ট খেলাগুলি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হচ্ছে।


বিসিসিআই পরিকল্পনা করেছে, আট দলের এই আইপিএল প্রতিযোগিতাটি আগামী বছর থেকে আরও ২ টি দল বাড়িয়ে মোট ১০ টি দলের প্রতিযোগিতায় পরিণত করবে। সেইমতো তারা দরপত্র আহ্বান করেছে। এর জন্য প্রত্যেকটি দলের মূল দর ধরা হয়েছে ২০০০ কোটি টাকা। 


এখনও পর্যন্ত মোট ৬ টি শহর থেকে এই আহ্বানে সাড়া দিয়ে দরপত্র জমা  দেওয়া হয়েছে। এই ৬ টি শহর হল– লখন‌উ, ধর্মশালা, আহমেদাবাদ, কটক, গুয়াহাটি ও রাঁচি। আগামী ২৫ অক্টোবর এই দরপত্রগুলি খোলা হবে। তখনই জানা যাবে, কোন ২ টি শহর আগামী বছর আইপিএল প্রতিযোগিতায় যোগদান করবে।   



 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন