সমকালীন প্রতিবেদন : ফের বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম পম্পা দাস (৩০)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার নগরথুবা এলাকায়। সম্প্রতি হাবড়া থানা এলাকায় সাপের কামড়ে মৃত্যু হয় মা ও ছেলের।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টা নাগাদ রান্নাঘর থেকে শোবার ঘরে আসার সময় কিছু একটা তাঁকে কামড়ায় বলে বুঝতে পারেন তিনি। কিন্তু প্রথম দিকে সেভাবে সমস্যা না হওয়ায় বিষয়টি নিয়ে আর মাথা ঘামান নি তিনি। এরপর রাতে শুতে চলে যান তিনি।
গভীর রাতে তাঁর শরীরে যন্ত্রণা হতে থাকে। পরিবারের লোকজন তাঁকে সঙ্গে সঙ্গে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু পরে হঠাৎই খবর আসে যে পম্পা দাস মারা গেছেন। এই ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া। আতঙ্কিত হয়ে পরেছেন এলাকার বাসিন্দারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন