শিক্ষক দিবসে সম্মান
শিক্ষক দিবসে বীরভূম জেলার নাটকের সঙ্গে যুক্ত প্রায় ৬০ জন শিক্ষককে সম্মান জানালো সিউড়ির প্রেরণা নাট্যদল। আজ বীরভূম জেলা পরিষদ হলে নাটকের সঙ্গে যুক্ত শিক্ষকদের পাশাপাশি সঙ্গীত নৃত্য, বাদ্য, যন্ত্র শিল্পীদেরও সম্মাননা জানানো হয়। কোভিড বিধি মেনে এদিন শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়। সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সম্মাননা জ্ঞাপন করেন অধ্যাপক ডঃ আশিস বন্দোপাধ্যায় কে। শিক্ষক অঞ্জন করকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য লক্ষী নারায়ন মন্ডল সহ নাট্য জনেরা। প্রেরণার পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষকদের শুভেচ্ছা জানান প্রেরণা সংস্থার সম্পাদক মৃণাল জিৎ গোস্বামী। অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সিউড়ি শিক্ষক ভবনে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও সম্মাননা জানানো হয়।
ডাকাতির ছক বানচাল
শনিবার গভীর রাতে হাবরা থানার আয়রা বাজার এলাকায় বেশ কিছু দুষ্কৃতী ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তিন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো, হিমাংশু বিশ্বাস, বাড়ি হাবরার বনবাড়িয়া, নূর হোসেন, বাড়ি বনগাঁর ট্যাংরা কলোনি, বিশ্বজিৎ দাস, বাড়ি হাবরার মথুরাপুর দাসপাড়া। পুলিশ সূত্রে জানা গেছে এই ৩ জন ছাড়াও আরো কিছু দুষ্কৃতী ছিল যারা পালাতে সক্ষম হয়েছে। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রসহ একাধিক সরঞ্জাম। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। ধৃতদের আজ বারাসত মহকুমার আদালতে তোলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন